বাংলা হান্ট ডেস্কঃ ইন্ডিয়া জোটে থেকেও কৌশলে একের পর এক বৈঠক এড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।বিষয়টি ইতিমধ্যেই নজরে এসেছে বিরোধী শিবিরের। পাশাপাশি আদানি ইস্যুও কৌশলে এড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার দলের সংসদীয় কমিটির বৈঠকের পর এমনই বার্তা দিয়েছেন তিনি (Abhishek Banerjee)।
সাংসদীয় বৈঠকের পর বড় সিদ্ধান্ত নিল অভিষেক (Abhishek Banerjee)
আদানি ইস্যু নয় বরং তৃণমূলের হাতিয়ার হবে বাংলার মানুষের জন্য প্রয়োজনীয় অন্যান্য ৬’টি ইস্যু। প্রসঙ্গত সামনেই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে থেকেই কোনো না কোনো অজুহাতে ইন্ডিয়া জোটের একের পর এক বৈঠকে গড় হাজির থেকেছে তৃণমূল কংগ্রেস। শুরু থেকেই নিজেদের অবস্থানে অনড় তৃণমূল কংগ্রেস।
আসলে ইন্ডিয়া জোটের মধ্যে তারাই একমাত্র দল যারা কংগ্রেসের সঙ্গে কখনওই কোনো নির্বাচনী সমঝোতা করেনি। লোকসভা থেকে উপনির্বাচন সমস্ত ভোটেই তারা লড়েছে সম্পূর্ণ আলাদা। তৃণমূল যে কংগ্রেসের ‘রবার স্ট্যাম্প’ হয়ে থাকবে না তা খুব স্পষ্ট। তবে এখানে বলে রাখি তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির না থাকলেও বৈঠকের সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাচ্ছে।
সেটা কীভাবে?
আসলে সমাজবাদী পার্টির সঙ্গে এই মুহূর্তে ভালো যোগাযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের। তাই বৈঠকে নিজেরা উপস্থিত না থাকলেও সমাজবাদী পার্টি মারফত এই জোটের আলোচনার যাবতীয় আপডেট জেনে যাচ্ছে তৃণমূল। প্রসঙ্গত তৃণমূল চায় সংসদের অধিবেশন চলুক। এছাড়া তৃণমূলের অন্দরে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়েও উঠছে বেশ কিছু অভিযোগ।
আরও পড়ুন: অপার প্রাইমারির কাউন্সেলিং শেষে মিলল সুপারিশপত্র! চমকে দেবে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা
সূত্রের খবর,আগে থেকেই ইস্যু ঠিক করে অধিবেশন শুরুর আগের দিন ফোন করে বৈঠকে ডাকলে তাতে যেতে আপত্তি রয়েছে সাংসদদের। বিরোধী দল বিজেপির বিরোধিতায় তৃণমূলের কোনো আপত্তি নেই, কিন্তু তৃণমূলের দাবি নিজেদের মতো করে বিরোধিতার করার অধিকার থাকতে হবে সব দলেরই।
জানা যাচ্ছে, বুধবার তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে নিজেদের অবস্থানেই অনড় থেকেছে দল। অভিষেকের (Abhishek Banerjee) উপস্থিতিতে বুধবার তৃণমূলের সংসদীয় বৈঠকে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সংসদের অভ্যন্তরে তৃণমূলের ফ্লোর কো-অর্ডিনেশন কী হবে তা নিয়েই আলোচনা হয়েছে। জানা গিয়েছে, এক্ষেত্রে মূলত ৬’টি ইসুকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল।
যার মধ্যে অন্যতম কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বঞ্চনা, মূল্য বৃদ্ধি, বেকারত্ব, রাসায়নিক সার, অপরাজিতা বিল এবং মণিপুর ইস্যু। জানা যাচ্ছে, এর মধ্যে এই অপরাজিতা বিল দ্রুত পাস করানোর দাবি জানাতে রাষ্টপতির সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূল কংগ্রেস।