‘ধর্মের ওপর কোনো অত্যাচার আমি মানতে পারি না’! বাংলাদেশ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে বাংলাদেশ পরিস্থিতি। এবার এই নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে এই নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, ‘ধর্মের ওপর অত্যাচার হোক আমি মানতে পারি না’।

  • বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কী বললেন মমতা (Mamata Banerjee)?

এদিন বাংলাদেশ (Bangaldesh) পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে তিনি সহমত। এই ইস্যুতে কেন্দ্রের (Central Government) অবস্থানের পাশেই রয়েছে রাজ্য। বিধানসভায় দাঁড়িয়ে আজ কার্যত তা স্পষ্ট করে দেন মমতা। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না’।

এই প্রথম নয়! এর আগেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটা মেনে চলা হবে। সেটাই অবস্থান হবে। এটাই তাদের দলের নীতি। বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কেন্দ্রের অবস্থানের পাশেই রয়েছে রাজ্য। এদিন তা জানিয়ে দেন মমতা (Mamata Banerjee)।

আরও পড়ুনঃ ‘বুধবারের মধ্যে…’! পথকুকুরদের নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের! বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

জানা যাচ্ছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই কলকাতার ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ওপার বাংলায় সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছেন সেই বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তবে এই ইস্যুতে কেন্দ্র যা অবস্থান নেবে, সেটার সঙ্গেই রাজ্য (Government of West Bengal) একমত হবে বলে জানিয়েছেন তিনি। মমতা এদিন বিধানসভায় দাঁড়িয়ে বলেন, ‘এটা কেন্দ্রের বিষয় যে ধর্মের ওপর অত্যাচার হোক আমি মানতে পারি না’।

Mamata Banerjee

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি ওয়াকফ বিল নিয়েও এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী। এর বিরোধিতা করে মমতা (Mamata Banerjee) বলেন, ‘কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে, সেটা যদি লাগু হয়, তাহলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হবে। আমি মনে করি এই নিয়ে রাজ্যের সঙ্গেও আলোচনা করা উচিত ছিল। কারণ রাজ্যেও ওয়াকফ সম্পত্তি রয়েছে। আমার সঙ্গে কোনও আলোচনা করা হয়নি’। সংবাদমাধ্যম থেকেই এই বিষয়টি দেখেছেন বলে দাবি করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর