বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার হতেই চলে এসেছে বাংলা সিরিয়ালের ‘রেজাল্ট’। চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় বেশ কিছু রদবদল চোখে পড়েছে। নতুন বেশ কিছু নাম যেমন জুড়েছে, তেমনই উধাও হয়েছে পুরনো কয়েকটি মেগা (Bengali Serial)। এতকিছুর মধ্যেও অবশ্য টিআরপি তালিকায় পয়লা স্থান ধরে রেখেছে জি বাংলা।
টিআরপি (TRP) তালিকায় প্রথম হল কোন সিরিয়াল?
গত কয়েক সপ্তাহে একাধিক নতুন বাংলা ধারাবাহিক (Serial) শুরু হয়েছে। সেই সঙ্গেই স্লটবদল হয়েছে পুরনো কয়েকটি মেগার। তার মধ্যে অন্যতম হল জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’। রাত ৮টার স্লট থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৃজন-পর্ণাকে। এরপরেই দেখা গেল, টিআরপি তালিকা থেকেও সরে গিয়েছে এই সিরিয়ালের নাম। প্রথম দশে স্থান করতে পারেনি ‘নিম ফুলের মধু’।
আরও পড়ুনঃ ‘ধর্মের ওপর কোনো অত্যাচার আমি মানতে পারি না’! বাংলাদেশ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা
চলতি সপ্তাহে ৭.৩ রেটিং সহযোগে বেঙ্গল টপার হয়েছে ‘ফুলকি’ (Phulki)। .১ রেটিংয়ের জন্য শীর্ষস্থান হাতছাড়া হয়েছে ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri)। ৭.২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। তিন নম্বরে রয়েছে স্টার জলসার ‘গীতা এলএলবি’র নাম। এই ধারাবাহিকের প্রাপ্ত পয়েন্ট ৭.১।
- টিআরপি তালিকার সেরা ১০ সিরিয়াল
প্রথম- ফুলকি (৭.৩)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.২)
তৃতীয়- গীতা এলএলবি (৭.১)
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে (৭.০)
পঞ্চম- কথা (৬.৭)
ষষ্ঠ- উড়ান/ পরিণীতা (৬.৬)
সপ্তম- রাঙামতী তীরন্দাজ (৬.২)
অষ্টম- শুভ বিবাহ (৬.১)
নবম- রোশনাই (৬.০)
দশম- আনন্দী/অনুরাগের ছোঁয়া (৫.৯)
চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকা প্রকাশ্যে আসতেই ফের একবার চর্চার কেন্দ্রে চলে এসেছে ‘পরিণীতা’। ‘নিম ফুলের মধু’কে (Neem Phooler Madhu) হটিয়ে রাত ৮টায় শুরু হয়েছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে এই নতুন মেগার নাম। ‘উড়ান’এর কাছে স্লট না হারালেও দু’জনেই সমান পয়েন্ট পেয়েছে। যুগ্মভাবে ষষ্ঠ হয়েছে এই দুই সিরিয়াল।
অন্যদিকে নতুন স্লটে সেভাবে জমে উঠতে পারেনি সৃজন-পর্ণার ‘নিম ফুলের মধু’। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত পয়েন্ট (TRP) ৫.২। স্টার জলসার ‘তেঁতুলপাতা’র কাছে স্লট হারিয়েছে একদা বেঙ্গল টপার এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ‘তেঁতুলপাতা’র প্রাপ্ত পয়েন্ট ৫.৭।