বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে IPL-এর মেগা নিলাম। যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলি বিপুল অর্থ খরচ করে খেলোয়াড়দের কিনেছে। এদিকে, ২০২৪ সালের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মেগা নিলামে ভারতের অন্যতম প্রতিভাবান নবীন খেলোয়াড় উমরান মালিককে (Umran Malik) ৭৫ লক্ষ টাকায় কিনে দলে অন্তর্ভুক্ত করেছে।
উমরান (Umran Malik) দিলেন বিরাট প্রতিক্রিয়া:
জানিয়ে রাখি যে, উমরান (Umran Malik) নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত থেকে গেলেও শেষ রাউন্ডে, KKR উমরানকে কিনে দলে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ, আগামী বছরের IPL-এ KKR-এর হয়ে খেলবেন উমরন। এদিকে, কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেওয়ার পরই উমরান একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে তিনি জানিয়েছেন ২০২৫-এর IPL-এ দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্ব ক্রিকেটকে চমকে দেবেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, প্রতিক্রিয়া দিতে গিয়ে উমরান (Umran Malik) জানিয়েছেন যে, “আমি IPL ২০২৫-এ অনেক উইকেট নেবো। KKR-এর জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। গতি আমাকে একটি রোমাঞ্চ দেয়। আমি জানি না আমি ১৬০ কিলোমিটার গতিতে বল করতে পারব কি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ১৫০-র বেশি গতিতে বল করার জন্য। আমি নিশ্চিত আগামী মরশুম আমার জন্য আশ্চর্যজনক হতে চলেছে।”
আরও পড়ুন: “সব প্ল্যান রেডি….”, প্রধানমন্ত্রী মোদীকে করা হবে হত্যা! পুলিশের কাছে এল হুমকি ফোন, শুরু তুমুল হইচই
উমরানকে ৭৫ লক্ষ টাকায় পেয়েছে KKR: জানিয়ে রাখি যে, উমরান মালিক (Umran Malik) ২০২২ সালের IPL-এ মোট ২২ টি উইকেট নিয়েছিলেন। একই সঙ্গে ওই মরশুমে দ্রুততম বল নিক্ষেপের কীর্তিও করেছিলেন তিনি। বিপজ্জনক বোলিংয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে ত্রাস সৃষ্টি করেছিলেন উমরান। তাঁর ফাস্ট বোলিং দেখে ক্রিকেট অনুরাগীরা তাঁকে ভারতের “শোয়েব আখতার” হিসেবে বিবেচিত করেন। যদিও, নিলামে উমরানকে মাত্র ৭৫ লক্ষ টাকায় কিনেছে KKR।
আরও পড়ুন: ফের ইতিহাস তৈরির পথে ISRO! শুক্রযানের জন্য অনুমোদন সরকারের, কবে হবে লঞ্চ?
উমরানের IPL কেরিয়ার: উল্লেখ্য যে, উমরান (Umran Malik) এখনও পর্যন্ত IPL-এ ২৬ টি ম্যাচ খেলেছেন এবং মোট ২৯ টি উইকেট নিয়েছেন। IPL-এ উমরান একবার ৪ উইকেট এবং একবার ৫ উইকেট নিতে সফল হয়েছেন। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স হল ৫/২৫। আগামী মরশুমে তিনি KKR-এর হয়ে ঝড় তোলার জন্য প্রস্তুত। এমতাবস্থায়, উমরান IPL-এর ইতিহাসে দ্রুততম বল করে নজির গড়তে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়