বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমে পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি তাঁর দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন। এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্টের বিরুদ্ধে বার্সেলোনার ৩-০ গোলের জয়ে লেভানডভস্কি দু’টি গোল করেন। যার মাধ্যমে সামগ্রিকভাবে এই লিগে লেভানডভস্কির গোল সংখ্যা বেড়ে ১০১ হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিপুল গোলের মাধ্যমে তিনি ওই লিগে ১০০ গোল করা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির (Lionel Messi) ক্লাবে যোগ দিয়েছেন।
মেসি (Lionel Messi)-রোনাল্ডোর ক্লাবে যোগ দিলেন লেভানডভস্কি:
জানিয়ে রাখি যে, ওই লিগে রোনাল্ডো ১৪০ টি গোল এবং মেসি (Lionel Messi) ১২৯ টি গোল করেছেন। এদিকে, ওই ম্যাচে জয়ের পর বার্সেলোনা দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং নকআউটে পৌঁছনোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে। প্রথমার্ধের স্টপেজ টাইমে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন লেভানডভস্কি। এদিকে, বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন দানি ওলমো।
Barça 3-0 Brest
⚽ Lewandowski x2, Dani Olmo#ucl pic.twitter.com/bQYDTr0R6p— FC Barcelona (@FCBarcelona) November 27, 2024
হ্যাল্যান্ডের দুই গোল: জানিয়ে রাখি যে, এরলিং হ্যাল্যান্ডের দু’টি গোল সত্বেও লিগে ফেইনুর্ডের সাথে ম্যানচেস্টার সিটি ড্র (৩-৩) করেছে। গত ৬ ম্যাচে কোনও ম্যাচে জয় পায়নি সিটি। ২৪ বছর বয়সে, ওই লিগে হ্যাল্যান্ডের গোলের সংখ্যা বেড়ে ৪৬ হয়েছে। লিগে ৪৫ গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি মেসিকে (Lionel Messi) ছাড়িয়ে গিয়েছেন।
আরও পড়ুন: “আমি ১৬০ কিমি গতিতে….”, KKR-এ এন্ট্রি হতেই ভয়ঙ্কর হুঙ্কার উমরানের! দিলেন বিরাট প্রতিক্রিয়া
সিটির হয়ে তৃতীয় গোলটি করেন ইলকে গুন্দোগান। ফেইনুর্ডের হয়ে গোল করেন আনিস মুসা, সান্তিয়াগো জিমেনেজ ও ডেভিড হ্যাঙ্কো। অন্য ম্যাচে লিপজিগকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ইন্টার একটি আত্মঘাতী গোলে জিতেছে এবং ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
আরও পড়ুন: “সব প্ল্যান রেডি….”, প্রধানমন্ত্রী মোদীকে করা হবে হত্যা! পুলিশের কাছে এল হুমকি ফোন, শুরু তুমুল হইচই
পিএসজিকে হারিয়েছে বায়ার্ন: লিগের অন্যান্য ম্যাচে বায়ার্ন মিউনিখ প্যারিস সেন্ট জার্মেইকে ১-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধে বায়ার্নের হয়ে জয়সূচক গোলটি আসে কিম মিন জে-র কাছ থেকে। এদিকে, ইয়াং বয়েজকে আটলান্টা ৬-১ গোলে হারিয়েছে। অপরদিকে, স্পোর্টিং লিসবনকে ৫-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ফ্লোরিয়ান উইর্টজের দুই গোলে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন, সালজবার্গকে ৫-০ গোলে হারিয়েছে। এর পাশাপাশি এসি মিলান, স্লোভান ব্রাতিস্লাভাকে ৩-২ গোলে হারিয়েছে। এছাড়াও অ্যাটলেটিকো মাদ্রিদ ৬-০ গোলে হারিয়েছে স্পার্টা প্রাগকে।