জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ! এবার নয়া আইনের প্রস্তাব মুখ্যমন্ত্রীর! বড় ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে ট্যাব কেলেঙ্কারি। ‘তরুণের স্বপ্ন’ চুরির ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। এমতাবস্থায় সরকারি প্রকল্পের টাকা নিরাপদ রাখতে উদ্যোগী রাজ্য। এদিন বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে।

  • জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপের পথে রাজ্য! কী বললেন মমতা (Mamata Banerjee)

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব কিনতে ১০,০০০ টাকা করে দেয় পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে সেই টাকা দেওয়া হয়। চলতি বছর রাজ্যের একাধিক জেলার নানান বিদ্যালয় থেকে অভিযোগ আসে, সেই স্কিমের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না এসে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। তদন্তে নেমে ‘সাইবার হানা’র বিষয়ে জানতে পারেন গোয়েন্দারা। প্রযুক্তির অপব্যবহার করে রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানোর তথ্য প্রকাশ্যে আসে।

এদিন বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মমতা (Mamata Banerjee) বলেন, ‘সবাইকে আমরা সরল মনে বিশ্বাস করি। তবে সবাই সমান নয় বলেই আইন করা। জামতাড়া গ্রুপ ট্যাবের টাকা হ্যাক করেছে, আমরা ধরতে পেরেছি। পড়ুয়াদের ট্যাব দেওয়ার জন্য আমরা ১৬০০ কোটি টাকা খরচ করেছি। এবার একটা মেকানিজম করছি, যাতে এই জিনিস করলে কড়া সাজা হবে। এই দুর্নীতি গুজরাতে হয়েছে। কান টানলে মাথা আসে’।

আরও পড়ুনঃ দীর্ঘদিন স্বামী-স্ত্রী হিসেবে থাকলে বিয়ের অকাট্য প্রমাণ প্রয়োজন নেই! খোরপোষ মামলায় বড় রায় হাইকোর্টের

‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapna) প্রকল্পের টাকা সাইবার জালিয়াতির মাধ্যমে হাতানোর ঘটনার তদন্ত এখনও চলছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, এই ঘটনায় কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। একইসঙ্গে বলেছেন, যে সকল শিক্ষার্থী ট্যাব কেনার টাকা পাননি, তাঁদের টাকা দিয়ে দেওয়া হবে।

Mamata Banerjee

এদিন বিধানসভায় দাঁড়িয়ে ট্যাব টাকা হ্যাকের ঘটনায় সরাসরি জামতাড়া গ্যাংয়ের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মমতা (Mamata Banerjee) বলেন, ‘জালিয়াতি রোখার জন্য বিশেষ মেকানিজমের সাহায্যে নতুন আইন আনা হবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর