চরম চাপে চিকিৎসকমহল! স্বাস্থ্যসাথীর টাকা নয়ছয়, এবার কড়া নির্দেশ মমতার 

বাংলা হান্ট ডেস্কঃ ছাত্র আন্দোলনের নামে যে সমস্ত জুনিয়ার চিকিৎসকরা সরকারি হাসপাতালে কর্মবিরতি ডাক দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালিয়ে গিয়েছিলেন তাদের বিরুদ্ধেই এবার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন সরকারী প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ডের বেশ কিছু টাকা নয় ছয় করা হয়েছে।

স্বাস্থ্যসাথীর টাকা নয়ছয় করায় কড়া নির্দেশ মমতার (Mamata Banerjee)

এই বিষয়েই এবার বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দাবী করেছেন স্বাস্থ্য সাথীর টাকা বেশ কয়েকজন মিসইউজ করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘স্বাস্থ্য সাথীর টাকা যে বা যারা মিস‌ইউজ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মনে রাখতে হবে এটা জনগণের টাকা।’

সেইসাথে এদিন মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘আপনি কাজ করলেন না অথচ ঘুরিয়ে টাকা নিলেন, আমরা এই বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত আরজিকর কান্ডের প্রতিবাদ আন্দোলনে পথে নেমেছিলেন একদল ডাক্তারি পড়ুয়ারা। তিলোত্তমার বিচারের দাবিতে অনশন বিক্ষোভে সামিল হয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন: সরকারি ধানেও কারচুপি! অভিযোগ পেয়েই এবার বড় নির্দেশ মমতার

রাজ্য সরকারের অভিযোগ ওই সমস্ত জুনিয়র চিকিৎসকদের একাংশ সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করলেও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পে চিকিৎসা চালিয়ে গিয়েছেন। উল্লেখ্য বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পে চিকিৎসা করে মোটা টাকা পারিশ্রমিক পেয়েছেন ওই  চিকিৎসকরা।

Mamata Banerjee

আরজিকর কান্ডের সময় থেকেই রাজ্য সরকারের অভিযোগ সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ভিত নষ্ট করতেই বেসরকারি হাসপাতাল গুলিকে সুবিধা করে দিতে চিকিৎসকদের একাংশ কর্ম বিরতিতে নেমেছেন। এব্যাপারে রাজ্যের যুক্তি ছিল কেউ যদি কর্ম বিরতি পালন করবেন তাহলে শুধু সরকারি হাসপাতালেই কেন? কেন তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন? এবার এই ঘটনারই তদন্ত নেমেছে রাজ্য।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর