‘হিংসে হচ্ছে…’,বিওএ নির্বাচনে তুঙ্গে মমতার দাদা-ভাইয়ের লড়াই!

বাংলা হান্ট ডেস্কঃ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা-ভাইয়ের খেলার ময়দানের লড়াই নেমে এল একেবারে খোলা বাজারে। অভিযোগ বেঙ্গল অলিম্পিক সংস্থর নির্বাচনে (BOA Election) স্বপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক  পদক্ষেপ নিচ্ছেন ক্রিয়া মন্ত্রী অরূপ বিশ্বাস। আর ওই বিরোধী শিবিরে রয়েছেন বাবুন তথা স্বপন বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়।

বিওএ-র নির্বাচনে (BOA Election) মমতার দাদা-ভাইয়ের লড়াই

কোন রাখঢাক না রেখেই একেবারে প্রকাশ্যে নিজের দাদা এবং ক্রিয়া মন্ত্রীর বিরুদ্ধে এদিন আক্রমণ শানিয়েছেন বাবুন। যা নিয়ে এখন তোলপাড় খেলার ময়দান। একই সাথে এবার এই দাদা ভাইয়ের সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতেও। রাত পোহালেই আগামীকাল বিওএ-র নির্বাচন (BOA Election)।

তার আগেই এদিন বেফাঁস বাবুন। বলে বসলেন, ‘বিজয়গড়ে বিরোধী প্যানেলের সবাইকে ডেকে গোপন বৈঠক করেছেন ক্রীড়ামন্ত্রী। মুখ্যমন্ত্রী আমাদের অনুদান দিতে চাইলেও, ক্রীড়ামন্ত্রী তাতে বাধা দিয়েছেন।’ এখানেই শেষ নয় তাঁর দাবি অজিত বন্দোপাধ্যায় আর ক্রিয়া মন্ত্রী দুজন মিলে জোটবদ্ধ হয়ে বিওএর কাজের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে চলেছেন।

আরও পড়ুন: চরম চাপে চিকিৎসকমহল! স্বাস্থ্যসাথীর টাকা নয়ছয়, এবার কড়া নির্দেশ মমতার

এই পরিস্থিতিতে বাবুন নিজের গদি বাঁচাতে পারবেন না বলেই মনে করছেন বিরোধী শিবির। নিজের দাদা তথা অন্যতম বিরোধী অজিত বন্দোপাধ্যায় যাঁকে ময়দান ষষ্ঠী নামে চেনে তাঁর নামে বাবুন এদিন বলেছেন,’২০১২ সালে আমি অজিত বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নিয়ে এসেছিলাম। এখন আমি এগিয়ে যাচ্ছি। তাই ওঁর হিংসা হচ্ছে। আমার বিরুদ্ধে ১০০ শতাংশ চক্রান্ত হয়েছে। আর এই চক্রান্তের পিছনে রয়েছে অজিত বন্দ্যোপাধ্যায়। রোয়িং ক্লাবে বিরোধী প্যানেলের সঙ্গে গোপন বৈঠক করেছেন অজিত।’

BOA Election

চুপ থাকেননি দাদা অজিত বন্দোপাধ্যায়ও। ভাইয়ের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেই অজিত বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাবে বলেছেন,‘সব অভিযোগ মিথ্যে। আমি তো খেলার প্রশাসক। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যে কোনও জায়গায় বৈঠক করতে পারি। সবসময় ওঁর কাছে যাই।’ আর ভাইয়ের ‘হিংসে’ প্রসঙ্গে ষষ্ঠীর জবাব, ‘আমি যখন থেকে মাঠে আসছি, তখন ওর জন্ম হয়নি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর