বাংলা হান্ট ডেস্ক: নামছে তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের আমেজ। তবে এরই মাঝে ফের একবার আবহাওয়া বদলের পূর্বাভাস (Weather Update)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহন্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ সাইক্লোনের রূপ নিয়েছে। এর কোনো প্রভাব বাংলায় সরাসরি না পড়লেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। ২৯ ও ৩০ নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আগামীকাল ২৯ ও পরশু ৩০ নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ২৯ নভেম্বর দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির সম্ভাবনা। এরপর ৩০ তারিখ শনিবার বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও (Kolkata)। ১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: একি কাণ্ড! ভাজা ছোলা খেতেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন পরিবারের ৩ জন, ঠিক কি হয়েছিল?
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টির জেরে শীতের আমেজ কিছুটা কমতে পারে কয়েকদিনের জন্য। এরপর মঙ্গলবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ফের তখন তাপমাত্রা নামবে। বিশেষত পশ্চিমি জেলাগুলি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় একধাক্কায় তাপমাত্রা পতনের পূর্বাভাস।
আরও পড়ুন: ‘বাংলার পুলিশ এখনও সেই লাঠিই চেনে..,’ ভরা এজলাসে তুমুল কটাক্ষ, ভর্ৎসনা হাইকোর্টের
আগামীকাল থেকে দু’দিন উত্তরের (North Bengal Weather) দার্জিলিং এবং কালিম্পংয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হু হু করে নামছে তাপমাত্রা। ইতিমধ্যেই কুয়াশার জন্য সতর্কতা জারি হয়েছে।