বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ। শুধু তাই নয় ইতিমধ্যেই ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে সেখানেও গ্রেফতারও করা হয়েছে। এই প্রসঙ্গে এবার সামনে এল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) প্রতিক্রিয়া। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠেছেন। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে, সনাতন ধর্ম সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।
কি জানিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina):
শেখ হাসিনার (Sheikh Hasina) দল বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করা হয়েছে। যেখানে শেখ হাসিনা জানিয়েছেন, “চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। একজন আইনজীবী তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাঁকে সন্ত্রাসবাদীরা পিটিয়ে হত্যা করে। তারা যেই হোক না কেন, তাদের শাস্তি হওয়া উচিত।”
ইউনূস সরকারকে শাস্তি পেতে হবে: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Sheikh Hasina) আরও বলেন, “অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার এই সন্ত্রাসবাদীদের শাস্তি দিতে ব্যর্থ হলে মানবাধিকার লঙ্ঘনের জন্যও শাস্তি ভোগ করতে হবে। আমি দেশবাসীকে এই ধরণের সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সাধারণ মানুষের প্রাণ এবং জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
“আমি এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই”: শেখ হাসিনা (Sheikh Hasina) বলেন, “বর্তমান ক্ষমতাসীনরা সবক্ষেত্রেই ব্যর্থ বলে মনে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ, জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চালানো এসব অত্যাচারের তীব্র নিন্দা জানাই। সনাতন ধর্ম সম্প্রদায়ের একজন শীর্ষ নেতৃত্বকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে একটি মন্দিরে আগুন লাগানো হয়েছে। এর আগে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ সহ দরগা, গীর্জা, মঠ ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাঠ এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ধর্মীয় স্বাধীনতা এবং সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
আরও পড়ুন: একের পর এক দুর্ধর্ষ পারফরম্যান্স! মেসি-রোনাল্ডোর ক্লাবে যোগ দিলেন এই ফুটবলার, চমকে দেবে নাম
শেখ হাসিনা (Sheikh Hasina) বলেন যে, “আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী, ছাত্র-ছাত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার পর বাকিদের ওপর হামলা এবং গ্রেফতারের মাধ্যমে হয়রানি অব্যাহত রয়েছে। আমি এই অরাজকর কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”