নিলামে হননি বিক্রি, খারাপ অবস্থা ফিটনেসেরও! কোন কারণে পৃথ্বীর কেরিয়ারে ঘটেছে পতন? জানালেন কোচ

বাংলা হান্ট ডেস্ক: IPL-এর মেগা নিলাম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেখানে ভারতের একাধিক নবীন খেলোয়াড়কে কেনার জন্য কয়েক কোটি টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে, নিলামের পরেই বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। কারণ, তিনি বিগত কয়েক বছর ধরে নিয়মিত IPL খেললেও এবারের নিলামে তিনি বিক্রি হতে পারেননি।

পৃথ্বীর (Prithvi Shaw) কেরিয়ারে বিরাট পতন:

তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। তা সত্বেও পৃথ্বীকে (Prithvi Shaw) কোনও দলই কেনেনি। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই পৃথ্বী টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। সম্প্রতি, তিনি রঞ্জি ট্রফির ম্যাচ থেকেও বাদ পড়েছিলেন। এমতাবস্থায়, এখন তাঁর IPL কেরিয়ারও প্রশ্নের মুখে পড়েছে। শুধু তাই নয়, তাঁর কেরিয়ারে কেন এমন পতন ঘটছে সেই বিষয়ে শুরু হয়েছে আলোচনাও। এই প্রসঙ্গে এবার বড় প্রতিক্রিয়া দিলেন পৃথ্বীর প্রাক্তন কোচ জ্বালা সিং।

কোচকে গুরুত্ব দেননি পৃথ্বী: এই বিষয়ে জ্বালা সিং জানিয়েছেন যে, গত ৭ বছর ধরে তাঁর সাথে পৃথ্বীর দেখা হয়নি। এমনকি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পরেও নাকি পৃথ্বী (Prithvi Shaw) তাঁর কোচের সাথে দেখা করেননি। জ্বালা জানিয়েছেন যে, “পৃথ্বী ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত আমার সঙ্গে ছিল। সে যখন এসেছিল তখন মুম্বাই অনূর্ধ্ব-১৬-র শেষ ২ থেকে ৩ টি ম্যাচ সে খেলেনি। আমাদের বাড়ির কাছেই থাকত পৃথ্বী। তখন তার রান হচ্ছিল না। টানা ১০-১৫ দিন আমার কাছে তখন এসেছিল। সেখান থেকে যাত্রা শুরু।”

তিনি আরও বলেন, “এর পরের বছর পৃথ্বী (Prithvi Shaw) কোচবিহার অনূর্ধ্ব-১৯ খেলে। তার ওপর অনেক কাজ করেছিলাম। অত্যন্ত ট্যালেন্টেড ছিল। যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছিল, আমি খুব খুশি ছিলাম। সে আমার প্রথম প্লেয়ার ছিল যে অনূর্ধ্ব-১৯ খেলেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর আজ পর্যন্ত আমি তাকে দেখিনি। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তার সাথে দেখা হয়েছে। তারপর থেকে আর দেখা হয়নি। আমি তাকে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেখিনি। সে ৭ বছর ধরে আমার সাথে দেখা করেনি। আমি যখন তার সাথে দেখাই করিনি তখন তার কেরিয়ারে পতন কিভাবে হল আমি কি করে বলবো?”

আরও পড়ুন: “অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে”, এবার চিন্ময় দাসকে সমর্থন করে ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠলেন হাসিনা

জ্বালা হলেন যশস্বীরও কোচ: জানিয়ে রাখি যে, জ্বালা সিংয়ের আরেক শিষ্য বর্তমানে সারা বিশ্বে আলোড়ন তুলেছেন। আসলে তিনি যশস্বী জয়সওয়ালের কোচও। এমতাবস্থায়, তিনি যশস্বীর এহেন উন্নতি এবং পৃথ্বীর অবনতির কারণ তুলে ধরেছেন। জ্বালা জানিয়েছেন, “‘প্রতিভা হল একটি বীজ বা গাছের মতো। এটিকে যদি বড় গাছে পরিণত করতে হয় তবে নিরন্তর পরিশ্রম করতে হবে। আপনার লাইফস্টাইল, কাজের নৈতিকতা এবং শৃঙ্খলা সবকিছু ঠিক রাখতে হবে।”

আরও পড়ুন: ফের শক্তি বাড়ল ভারতের! সেনাবাহিনীর হাতে এল দুর্ধর্ষ ড্রোন, শত্রুদের ডেরায় নিঃশব্দে পৌঁছে করবে বাজিমাত

তিনি জানান, “আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে আপনাকে ক্রমাগত খেলা নিয়ে কাজ করতে হবে। সচিনও তাই করেছেন। খেলোয়াড় তখনই বিচ্যুত হয় যখন সে তার প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়। যশস্বী খুব কঠোর পরিশ্রম করে এবং তার কাজের প্রক্রিয়া অবাক করার মতো। সে জানে কিভাবে কাজ করতে হয়। পৃথ্বী (Prithvi Shaw) এবং জয়সওয়ালের মধ্যে এটাই হল প্রধান পার্থক্য।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর