বাংলাহান্ট ডেস্ক : টলিউড ইন্ডাস্ট্রির মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। স্বর্ণযুগের খ্যাতনামা অভিনেতা রঞ্জিত মল্লিক কন্যা তিনি। তবে স্টারকিড হলেও তিনি নিজের যোগ্যতাতেই জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। টলিউডের মূলধারার ছবির সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। ডেবিউ ছবি থেকে শুরু করে এতদিনের কেরিয়ারে বেশিরভাগই হিট ছবি উপহার দিয়েছেন কোয়েল (Koel Mallick)। তবে জানেন কি, যে নামে তাঁকে সকলেই চেনেন, সেটা তাঁর আসল নামই নয়!
কোয়েল (Koel Mallick) আসল নাম নয় অভিনেত্রীর
হ্যাঁ, ঠিকই পড়েছেন। এই রূপসী টলি অভিনেত্রীর আসল নাম আদৌ কোয়েল (Koel Mallick) নয়। আসলে ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রীই রয়েছেন যাঁরা নিজের আসল নাম বদলে পা রেখেছেন ইন্ডাস্ট্রিতে। টলিউড হোক বা বলিউড, নাম বদলে অভিনয় জগতে আসা তারকাদের সংখ্যা কম নয়। আর এই তালিকাতেই নাম রয়েছে কোয়েলেরও (Koel Mallick)। কিন্তু তাঁর আসল নাম কী?
জন্মসূত্রে পাওয়া নাম কী নায়িকার: ‘নাটের গুরু’ ছবির হাত ধরে টলিউডে পা রাখেন কোয়েল (Koel Mallick)। তাঁর বিপরীতে নায়ক হিসেবে ছিলেন জিৎ। তবে ইন্ডাস্ট্রিতে কোয়েল নাম নিয়ে পা রাখলেও তাঁর আসল নাম জানেন না অনেকেই। আসলে যাঁকে সকলে কোয়েল (Koel Mallick) নামে চেনেন, তাঁর জন্মসূত্রে পাওয়া পিতৃদত্ত নাম রুক্মিনী মল্লিক। তবে হঠাৎ এই নামের পরিবর্তে তিনি কোয়েল নামটাই কেন আপন করলেন তা জানা যায় না।
আরো পড়ুন :প্রাণঘাতী হামলার মুখে ট্রাম্পের প্রশাসনিক কর্তারা! ফোনকলে এল ভয়াবহ হুমকি, জোরকদমে শুরু তদন্ত
মেধাবী পড়ুয়া ছিলেন কোয়েল: ভবানীপুরের মল্লিক বাড়ির মেয়ে কোয়েল (Koel Mallick) পড়াশোনা করেছেন মডার্ন হাইস্কুল ফর গার্লসে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক পাশ করেন তিনি। জানলে অবাক হবেন, শুধু বাংলা নয়, ওড়িয়া ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন কোয়েল (Koel Mallick)। প্রেমী নাম্বার ওয়ান এবং মহানায়ক নামে দুটি ওড়িয়া ভাষার ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
আরো পড়ুন :বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক আসছেন ভারতে! হচ্ছে বিপুল আয়, বড় প্রভাব অর্থনীতিতে
বলিউড থেকেও ডাক পেয়েছিলেন কোয়েল। কেরিয়ারের একেবারে শুরুর দিকেই অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তা ফিরিয়ে দেন কোয়েল। কারণ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে আপত্তি ছিল অভিনেত্রীর। তবে টলিউডেই যে খ্যাতি তিনি পেয়েছেন তার সঙ্গে কিছুরই তুলনা চলে না।