বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত তথা সমগ্র এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত মুকেশ আম্বানি প্রায় সবসময় থাকেন খবরের শিরোনামে। সম্প্রতি তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) ব্যবসা সম্প্রসারণের দিকে নজর দিয়েছেন। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের US ইউনিট রিলায়েন্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ইউএসএ এলএলসি আমেরিকান কোম্পানি ওয়েভটেক হিলিয়ামের ২১ শতাংশ শেয়ার কিনেছে।
ফের দাপট শুরু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries):
পাশাপাশি, ইতিমধ্যেই এই দুই কোম্পানির মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। যার জন্য খরচ হয়েছে ১২ মিলিয়ন ডলার। এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) এই বিনিয়োগকে গ্রিন এনার্জি পোর্টফোলিওর সঙ্গে যুক্ত করা হচ্ছে। এই চুক্তিটি গত ২৭ নভেম্বর সম্পন্ন হয়। জানিয়ে রাখি যে, এই চুক্তিটি সম্পূর্ণ করতে কোনও ধরণের রেগুলেটরি পারমিশনের প্রয়োজন পড়েনি।
২০২১ সালে করা হয়েছিল বড় ঘোষণা: প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে, মুকেশ আম্বানির নেতৃত্বাধীন সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) গ্রিন এনার্জি পোর্টফোলিওতে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা করেন। কোম্পানির লক্ষ্য হল ২০৩৫ সালের মধ্যে কার্বনের ব্যবহার শূন্যতে নামিয়ে নিয়ে আসা। আসলে হিলিয়াম গ্যাস একাধিক গ্রিন টেকনোলজিতে ব্যবহৃত হয়। এছাড়াও, এটি মেডিক্যাল অ্যাপ্লিকেশন, বৈজ্ঞানিক গবেষণা, এয়ারোস্পেস এবং এয়ারোনটিক্স, ফাইবার অপটিক্স, ইলেকট্রনিক্স ইত্যাদিতেও ব্যবহৃত হয়।
আরও পড়ুন: নিলামে হননি বিক্রি, খারাপ অবস্থা ফিটনেসেরও! কোন কারণে পৃথ্বীর কেরিয়ারে ঘটেছে পতন? জানালেন কোচ
ওয়েভটেক হিলিয়াম কোম্পানি ২০১১ সালের ২ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানিটি ২০২৪ সালে তার কার্যক্রম শুরু করে। এই আমেরিকান কোম্পানি হিলিয়াম গ্যাস উৎপাদনের কাজ করে। সংস্থাটি এমন প্রোপার্টি শনাক্ত করে যা থেকে হিলিয়াম বের করা যেতে পারে। অর্থাৎ সোজা কোথায় বলতে গেলে আন্ডারগ্রাউন্ড হিলিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে এই সংস্থা গুরুত্বের সাথে কাজ করে।
আরও পড়ুন: “অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে”, এবার চিন্ময় দাসকে সমর্থন করে ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠলেন হাসিনা
শেয়ারের পারফরম্যান্স: বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ার ১.৬৭ শতাংশ পতনের পরে ১,২৭১.৩৫ টাকার স্তরে বন্ধ হয়েছে। গত ১ সপ্তাহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ৩.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ১,৬০৮.৯৫ টাকা। এদিকে, এই কোম্পানির ৫২ সপ্তাহের নিম্ন স্তর হল ১,১৮৫.৬৩ টাকা। গত অক্টোবর মাসে কোম্পানিটি এক্স-বোনাস ট্রেড করেছিল। তারপর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে প্রতিটি শেয়ারে একটি করে বোনাস শেয়ার প্রদান করা হয়।