বাংলা হান্ট ডেস্কঃ তিনি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান। অথচ তাঁর নামে কত টাকার বীমা আছে জানেন? চমকে দেবে টাকার অঙ্ক! জানা যাচ্ছে তাঁর নামে নাকি রয়েছে মাত্র তিন লাখ টাকার স্বাস্থ্য বীমা। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রসঙ্গত সোমবার থেকেই শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন।
মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে কত টাকার স্বাস্থ্যবিমা আছে?
সেখানেই বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। অধিবেশনের প্রথম পর্ব শুরু হয় প্রশ্নোত্তর এবং ‘কলিং অ্যাটেনশন’ দিয়ে।এদিন সেখানেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা একাধিক প্রশ্ন করেন। তারই একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে এদিন স্বাস্থ্য বিমার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এদিন প্রথমেই সমীর জানা জানতে চান আরজিকর কান্ডের আন্দোলন পর্বে স্বাস্থ্য সাথী কার্ড-এর অপব্যবহার হয়েছে কিনা? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: খনিজ তেলের ‘ভান্ডার’ পশ্চিমবঙ্গ! বিস্তীর্ন এলাকায় খননকার্যের অনুমতি চেয়ে চিঠি কেন্দ্রের
এরপরেই এদিন মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ‘সাধারণ মানুষের টাকা নয়ছয় করা যাবে না। কারণ, তাঁরা খুব কষ্ট করেন। এই তো আমার নামে শুধুমাত্র তিন লাখ টাকার একটি মেডিক্লেম রয়েছে।
প্রসঙ্গত নিয়ম অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে স্বাস্থ্য বিষয়ক খরচের ভার পায় রাজ্য সরকারের। যদিও মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েই মমতা ঘোষণা জানিয়ে দিয়েছিলেন, তিনি বেতন নেবেন না।