বাংলা হান্ট ডেস্কঃ সারা বছরের সমস্ত উৎসব শেষে, বছরের শেষে আসে কলকাতার চলচ্চিত্র উৎসব (KIFF)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আগামী মাসের ৪ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। এবছর তোড়জোড়টা একটু বেশি। কারণ এবছর কিফ ৩০-তম বর্ষে পা দিতে চলেছে।
KIFF-এ থাকছেন না অমিতাভ-শাহরুখ-সলমন
প্রত্যেক বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে (KIFF) বসে চাঁদের হাট। টলিউড থেকে বলিউড সিনেমা জগতের একঝাঁক তারকাদের উপস্থিতিতে ঝলমল করে ওঠে গোটা মঞ্চ। আর কলকাতার এই চলচ্চিত্র উৎসব মানেই বছর বাংলার জামাই অর্থাৎ বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের উপস্থিতি থাকে একেবারে ধরা-বাঁধা।
তবে এবছর ভক্তদের মন খারাপ হওয়ার পালা। শোনা যাচ্ছে, এবছর KIFF-এর উৎসবে থাকছেন না শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন কেউই। নবান্ন সূত্রে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, এই বছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন কেউই উপস্থিত থাকতে পারছেন না। এখন প্রশ্ন হল তাহলে বলিউড থেকে কারা থাকছেন?
জানা যাচ্ছে, এবছর কলকাতায় KIFF-এর মঞ্চ আলোকিত করতে চলেছেন শাবানা আজমি, জাভেদ আখতার এবং প্রবীণ বলিউড অভিনেতা তথা রাজ্যের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এছাড়াও আগামী ৫ ডিসেম্বর আসার কথা রয়েছে বলিউডের ‘মঞ্জুলিকা’ বিদ্যা বালানেরও। এছাড়াও এই মঞ্চে উপস্থিত থাকতে পারেন বাংলা তথা দেশের জনপ্রিয় ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলী।
আরও পড়ুন: RG Kar কান্ডের জের! ডাক পাননি বৈঠকে, দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ‘লাস্ট বেঞ্চ’ কেন চান সুখেন্দু?
প্রসঙ্গত কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মুম্বাই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাবানা আজমি প্রত্যেককেই কলকাতা চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন তিনি। তবে এবছর KIFF-এর অনুষ্ঠানে বিগবি উপস্থিত থাকতে পারছেন না।অন্যদিকে সঠিক কারণ না জানা গেলেও শোনা যাচ্ছে, নিরাপত্তা জনিত নানান কারণে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকবে থাকতে পারছেন না শাহরুখ সালমানরাও।
প্রত্যেক বছর কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশ বিদেশের নানান ধরনের সিনেমা দেখানো হয়ে থাকে। এবারও তার অনথা হচ্ছে না। যদিও এবছর প্রতিবেশী দেশ বাংলাদেশের কোন সিনেমায় থাকছে না বলে জানা যাচ্ছে। এছাড়াও ভিসা জটিলতার কারণে এবছর KIFF-এর বিভিন্ন সেশন ও কর্মশালার প্যানেল লিস্টের তালিকাতেও বাংলাদেশের কোন অতিথি থাকছেন না বলেই জানিয়েছেন KIFF-এর কর্মকর্তারা। জানা যাচ্ছে এবারের চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মোট ১৪টি ছবি মনোনীত হয়েছে। যার মধ্যে অন্যতম ফ্রান্স, বুলগেরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ছবি।