আলিয়া ছিলেন না প্রথম পছন্দ, ‘হাইওয়ে’র জন্য এই অভিনেত্রীকে বেছেছিলেন পরিচালক ইমতিয়াজ!

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে বলিউডের নামী অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে ডেবিউ করার পর থেকে কেরিয়ারে উর্দ্ধগতিই হয়েছে আলিয়ার। তাঁর জনপ্রিয় ছবিগুলির তালিকায় বিশেষ জায়গা পাবে ‘হাইওয়ে’। ইমতিয়াজ আলি পরিচালিত ছবিটিতে ডিগ্ল্যাম লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। ভিন্ন ধরণের ছবিটি দর্শকদের খুবই পছন্দ হয়েছিল। তবে জানেন কী, আলিয়ার (Alia Bhatt) আদৌ এই ছবিতে অভিনয় করার কথাই ছিল না।

হাইওয়েতে আলিয়ার (Alia Bhatt) পারফরম্যান্স প্রশংসিত হয়

বলিউডের তারকা সন্তানদের মধ্যে অন্যতম আলিয়া (Alia Bhatt)। তাঁর অভিষেকও হয়েছিল রাজকীয় ভাবে। তবে স্টুডেন্ট অফ দ্য ইয়ারে অভিনেত্রীর চরিত্রটি থেকে হাইওয়ের চরিত্রটি ছিল সম্পূর্ণ উলটো। আর চরিত্রটি সফল ভাবে ফুটিয়েও তুলেছিলেন আলিয়া (Alia Bhatt)। তাঁকে এমন একটি চরিত্রে কার্যত কেউই আশা করেননি। আর এই ছবির পর থেকেই আরো ভিন্ন ধরণের প্রোজেক্টের জন্য সুযোগ পেতে থাকেন আলিয়া।

Alia bhatt wasn't the first choice for highway

কোন অভিনেত্রীকে বেছে ছিলেন পরিচালক: তবে পরিচালক ইমতিয়াজ আলি নিজেই জানিয়েছিলেন, এই ছবির জন্য আলিয়ার (Alia Bhatt) কথা তিনি ভাবেনইনি। তাও বরাবরের পরিকল্পনা ছিল ৩০ এর আশেপাশের কোনো অভিনেত্রীকে কাস্ট করার। এক্ষেত্রে বিনা মেকআপে ঐশ্বর্য রাই ছিলেন ইমতিয়াজের মতে পারফেক্ট চয়েজ। কিন্তু একটি ছবির স্ক্রিনিংয়ে আলিয়াকে (Alia Bhatt) দেখার পর থেকেই ধারণা বদলে যায় ইমতিয়াজের।

আরো পড়ুন : বড়পর্দায় সাড়া ফেলার পর এবার OTT-তে আসছে ‘ভুলভুলাইয়া ৩’, কবে কোথায় দেখবেন?

আলিয়াকে কাস্টের সিদ্ধান্ত কেন নেন: এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, আলিয়ার (Alia Bhatt) অনুভূতি প্রবণতা খুব বেশি। তিনি নিজেই অভিনেত্রীর কাছে গিয়েছিলেন কথা বলার জন্য। আর তারপরেই ইমতিয়াজ সিদ্ধান্ত নেন হাইওয়ের জন্য আলিয়াকে কাস্ট করার। কিন্তু সেটাও খুব একটা সহজ ছিল না। কারণ আলিয়ার (Alia Bhatt) ভাবমূর্তিটাই এমন হয়ে গিয়েছিল যে টিমের কেউই নিশ্চিত ছিলেন না যে তিনি কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলবেন। এমনকি আলিয়া নিজেও তেমন আত্মবিশ্বাসী ছিলেন না।

আরো পড়ুন : দীপিকা বা আলিয়া নন, এই সুন্দরীই বলিউডের ধনীতম অভিনেত্রী! সম্পত্তির পরিমাণ শুনলে কপালে উঠবে চোখ

ফের আসরে নামেন ইমতিয়াজ। ছবির গল্পটা আলিয়াকে নিজের মতো করে বলতে বলেন সকলকে। তারপরেই সকলে নিশ্চিত হন এই ছবির জন্য আলিয়াই সঠিক চয়েজ। হাইওয়ে ছবিটি সেই অর্থে ব্লকবাস্টার হিট না হলেও দর্শকদের মনের দরজায় কড়া নাড়তে সক্ষম হয়েছিল ছবিটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর