বাংলা হান্ট ডেস্কঃ গার্ডেনরিচ কাণ্ডের পর থেকে একাধিকবার শিরোনামে উঠে এসেছে বেআইনি নির্মাণ (Illegal Construction)। শহর কলকাতার নানান প্রান্তে অবৈধ নির্মাণ মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে নানান মহলে। এবার যেমন দক্ষিণ দমদম পৌরসভায় ক্রমবর্ধমান অবৈধ নির্মাণ এবং প্রোমোটাররাজের বিরুদ্ধে প্রতিবাদে নামল পিডিএস। বৃহস্পতিবার এই নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেন তারা।
অবৈধ নির্মাণ (Illegal Construction), প্রোমোটাররাজের বিরুদ্ধে রুখে দাঁড়াল পিডিএস
দক্ষিণ দমদম পুরসভার নানান ওয়ার্ডে বেনিয়মে বহুতল বাড়ি তৈরি হওয়ার অভিযোগ তুলে গতকাল প্রতিবাদে নামে পিডিএস (PDS)। সামনে থেকে নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদিকা অনুরাধা দেব সহ দলের বহু কর্মী। এরপর জেলা সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায়, রাজ্য নেতা বাবলি সাহা, সব্যসাচী নস্কর এবং চিরন্তন মুখোপাধ্যায় দক্ষিণ দমদম পুরসভার সচিবের কাছে গিয়ে ডেপুটেশন জমা করেন। চেয়ারম্যান কস্তূরী চৌধুরী অসুস্থ থাকার কারণে সচিবের হাতে ডেপুটেশন দেওয়া হয়।
জানা যাচ্ছে, সেই ডেপুটেশনে সংশ্লিষ্ট পুরসভার ২৫ নং ওয়ার্ডের কবি নবীন সেন রোডে অবৈধভাবে একটি বাড়ি (Illegal Construction) তৈরির অভিযোগ করা হয়েছে। প্রায় আড়াই কাঠা জমির ওপর একটি ৫ তলা আবাসন বানানো হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, নির্মীয়মাণ ওই বাড়ির পাশের প্রতিবেশী সমীর দত্ত এই অভিযোগ করেন।
আরও পড়ুনঃ ২-১ দিনের মধ্যেই…! CBI এবার যা করতে চলেছে… রাতের ঘুম উড়ল আরজি করের সন্দীপের!
পুরসভার (South Dum Dum Municipality) সচিব এই বিষয়ে এদিন বলেন, তিনি একথা জানেন এবং দ্রুত এই নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন। তবে ডেপুটেশন জমা করার পর পিডিএসের সদস্যরা বলন, অভিযোগকারীর বাড়ি গেলে তাঁরা দেখতে পান, নির্মাণের কাজ আগের মতোই চলছে। অভিযোগকারী এদিন বলেন, গত এপ্রিল মাসে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে তিনি জানিয়েছেন। সেই সঙ্গেই পুরসভায় চিঠি দিয়েছেন এবং পুলিশ প্রশাসনকেও বলেছেন।
দক্ষিণ দমদম পুরসভার তরফ থেকে এই বিষয়টি খতিয়ে দেখার পর জানানো হয়, প্রায় আড়াই কাঠা জমির ওপর নির্মীয়মাণ ওই বাড়ির প্রায় ৩৬% অবৈধ, প্ল্যান বহির্ভূত কাজ (Illegal Construction)। বোর্ড মিটিংয়ের পর এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর ৬ মাস কেটে গেলেও কিছু হয়নি বলে অভিযোগ। এরপর কয়েকদিন আগে অভিযোগকারী সমীর দত্ত প্রোমোটারের কাছ থেকে একটি চিঠি পান।
সেই চিঠিতে লেখা ছিল, অভিযোগকারীর বাড়িও বেনিয়মে নির্মিত (Illegal Construction)। তাই যদি ভাঙতে হয়, তাহলে দু’টি বাড়িই ভাঙতে হবে। এদিকে সমীরবাবুর কথায়, এই দাবি ভুয়ো। এরপর ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাকি সমীরবাবুকে ফোন করে বলেন, প্রোমোটারের সঙ্গে বসে সবকিছু মীমাংসা করে নিতে। তবে তাতে অভিযোগকারী রাজি ছিলেন না। এর ফলে প্রোমোটার এবং প্রোমোটারের স্ত্রী হুমকি অবধি দেয় বলে অভিযোগ।
এদিন পুরসভায় গিয়ে ডেপুটেশন দেওয়ার পর পিডিএসের রাজ্য সম্পাদিকা অনুরাধা দেব বলেন, দীর্ঘদিন ধরেই এই পুরসভায় প্রোমোটারদের দালালরাজ চলে আসছে। কাউন্সিলর ঘনিষ্ঠ প্রোমোটাররাই এই কাজ করছেন বলে অভিযোগ। এই নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে মেল করা হয়েছে বলে জানান তিনি। তবে এখনও অবধি কোনও জবাব আসেনি। এদিকে অভিযোগকারী বলেন, এবারও যদি পুরসভার তরফ থেকে কোনও সদর্থক ভূমিকা না দেখতে পান, তাহলে আইনি পদক্ষেপ নেবেন।