দ্বিতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়ার জন্য সুখবর! দলে এন্ট্রি নিলেন এই দুর্ধর্ষ প্লেয়ার, জমে যাবে খেলা

বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে পার্থ টেস্টে দুরন্ত জয়ের পর এবার পিঙ্ক বল টেস্টের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (India National Cricket Team)। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে খেলা হবে এই ম্যাচ। তবে যেহেতু এটি হবে গোলাপী বলের টেস্ট, তাই এর আগে একটি অনুশীলন ম্যাচও রয়েছে।

প্রস্তুতি নিচ্ছে ভারত (India National Cricket Team):

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় দল (India National Cricket Team) PM 11-এর সাথে ম্যাচ খেলবে। যেটি আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে এবং তিন দিন ধরে চলবে। এদিকে, এই ম্যাচের আগে ভারতীয় দলের জন্য একটি সুখবর সামনে এসেছে। যেটি নিঃসন্দেহে দেশের ক্রিকেট অনুরাগীদের খুশি করে তুলবে। কারণ, জানা যাচ্ছে যে, এই ম্যাচে ফিরতে পারেন টিম ইন্ডিয়ার অন্যতম তারকা খেলোয়াড় শুভমান গিল।

Good news for the India National Cricket Team ahead of the second Test.

প্রথম টেস্ট খেলতে পারেননি শুভমান: জানিয়ে রাখি যে শুভমান গিল ইতিমধ্যেই ভারতীয় দলে (India National Cricket Team) অন্তর্ভুক্ত হলেও প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারেননি। ওই টেস্ট ম্যাচের আগে হঠাৎ চোট পেয়ে যান তিনি। যার ফলে প্রথম টেস্ট থেকে বাদ পড়ে যান গিল। এই কারণেই ভারত “এ” দলের সঙ্গে সেখানে পৌঁছে যাওয়া দেবদত্ত পাডিকালকে দলে অন্তর্ভুক্ত করার জন্য BCCI হঠাৎ সিদ্ধান্ত নেয়। ম্যাচের একদিন আগে তিনি ভারতীয় দলে অন্তর্ভুক্ত হন এবং পরের দিনই প্লেয়িং ইলেভেনে খেলার সুযোগ পান। তবে ওই ইনিংসে নিজের খেলায় মুগ্ধ করতে পারেননি পাডিকাল। এমতাবস্থায়, শুভমান গিলের প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ফের দাপট শুরু আম্বানির! কিনে ফেললেন এই কোম্পানির অংশীদারিত্ব, খরচ হল ১২ মিলিয়ন ডলার

ভারত বনাম PM 11: ভারতীয় দল (India National Cricket Team) বর্তমানে ক্যানবেরায় রয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে তারা PM 11-এর মুখোমুখি হবে। এটি আসলে একটি গোলাপী বলের টেস্ট ম্যাচ হবে। এদিকে তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ইতিমধ্যে নেটে এসে প্রস্তুতি শুরু করেছেন শুভমন গিল। কিছুক্ষণ ব্যাটিং করতেও দেখা গেছে তাঁকে। এখন শুভমান গিল যদি গোলাপী বলের অনুশীলন ম্যাচ খেলেন, তাহলে এটাও নিশ্চিত হবে যে তিনি অ্যাডিলেড টেস্ট খেলবেন। তবে, দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য এখনও অনেকটাই সময় আছে। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে এই ম্যাচ। এর মানে শুভমন পুরোপুরি ফিট হতে এখনও সময় পাবেন।

আরও পড়ুন: নিলামে হননি বিক্রি, খারাপ অবস্থা ফিটনেসেরও! কোন কারণে পৃথ্বীর কেরিয়ারে ঘটেছে পতন? জানালেন কোচ

নিউজিল্যান্ড সিরিজে রান পাননি শুভমান: প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে শুভমান গিল রান পাননি। তিন ম্যাচের টেস্টের সিরিজের শেষ ম্যাচে ৯০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও ঘাড়ের সমস্যার কারণে সেখানেও প্রথম ম্যাচ তিনি মিস করেন। দুই টেস্টের চার ইনিংসে তিনি মাত্র একটি হাফ-সেঞ্চুরি করেছিলেন। এদিকে, বর্ডার-গাভাস্কার ট্রফিতেও প্রথম ম্যাচ খেলতে পারেননি শুভমান। এমন পরিস্থিতিতে, দ্বিতীয় ম্যাচে তিনি আদৌ প্রত্যাবর্তন করেন কিনা এবং খেললেও পুরনো ফর্মে তাঁকে পাওয়া যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর