বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তারপর থেকে একের পর এক রাজ্যও সেই পথে হেঁটে ডিএ নিয়ে সুখবর দিয়েছে। এবার সেই তালিকায় মধ্যপ্রদেশের নাম জুড়তে চলেছে। রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করবে সরকার। ২০২৪ সালের জানুয়ারিতে শেষবার ভাতা বাড়িয়েছিল সরকার। দীর্ঘ এক বছর পর ফের ডিএ বাড়ানোর জন্য জোরদার প্রস্তুতি চলছে বলে খবর।
রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের লক্ষাধিক সরকারি কর্মচারীদের নতুন বছরের উপহার দিতেই এই ডিএ বৃদ্ধি করছে মোহন সরকার। রিপোর্ট অনুযায়ী জানুয়ারিতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হতে পারে। যার ফলে উপকৃত হবেন রাজ্যের ৭ লাখেরও বেশি কর্মচারী।
এর আগে চলতি বছর জানুয়ারিতে ডিএ বৃদ্ধি করেছিল মধ্যপ্রদেশ সরকার। সেই সময় চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। ৪৬ থেকে ৫০ শতাংশ করা হয়েছিল ডিএ। বর্তমানে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এদিকে জানুয়ারিতে ফের ৩% বাড়লে ডিএ হবে ৫৩ শতাংশ।
সূত্রের খবর, মধ্যপ্রদেশ সরকার নতুন বছরে ৩ শতাংশ ডিএ বাড়াতে পারে। কোনো কোনো রিপোর্টে দাবি করা হচ্ছে, রাজ্য সরকারের বাজেটে ৫৬ শতাংশ ডিএ-র ব্যবস্থাও রয়েছে। তাই এখতে বাজেটে কোনও সমস্যা হবে না। এর আগে জানুয়ারিতে যখন মহার্ঘ ভাতা বেড়েছিল তখন তা অক্টোবরের বেতনের সঙ্গে থেকে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: পচন ধরেছে দেহে, শরীরে একাধিক আঘাত! কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যুতে হাড়হিম করা তথ্য
এই অবস্থায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মহার্ঘ ভাতার পার্থক্যের পরিমাণ চারটি সমান কিস্তিতে রাজ্য সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে সরকারকে। ডিসেম্বরে প্রথম কিস্তি, জানুয়ারিতে দ্বিতীয় কিস্তি, ফেব্রুয়ারি এবং মার্চে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ কিস্তি। এদিকে ২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও একদফায় ডিএ বাড়তে পারে।