বাসেও এবার ‘মেট্রো স্টাইল’! যাত্রীদের সুবিধার্থে বড় উদ্যোগ! ধন্য ধন্য করছে সকলে

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা থেকে শহরতলি, বাসে চেপে রোজ অগুনতি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছন। যদিও এই বাস (Bus) নিয়ে যাত্রীদের মুখে প্রায়শয়ই নানান অভিযোগের কথাও শোনা যায়। নির্ধারিত সময়ে না আসা, বাসস্টপ থেকে যাত্রী না তোলা সহ অভিযোগ রয়েছে ভূরি ভূরি। এবার তাঁদের সুবিধার্থে বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। মেট্রোর স্টেশনে যেমন এলইডি স্ক্রিনের টাইম টেবিল দেখা যায়, এবার থেকে বাস স্টপেজেও তেমন টাইম টেবিল লাগানোর পরিকল্পনা করা হচ্ছে বলে খবর।

  • বাসযাত্রীদের (Bus) সুবিধার্থে বড় উদ্যোগ!

রিপোর্ট বলছে, বাস স্টপেজে (Bus Stoppage) দাঁড়িয়ে থাকা যাত্রীরা এবার সহজেই এলইডি স্ক্রিনে দেখতে পাবেন কখন কোন রুটের বাস আসবে। সরকারি, বেসরকারি দুই ধরণের বাসই সেখানে দেখা যাবে। কলকাতার পাশাপাশি সল্টলেক ও কেএমডিএ এলাকার বাস স্টপেজগুলিতে এই এলইডি স্ক্রিন লাগানোর পরিকল্পনা করা হচ্ছে বলে খবর। তবে এই কাজ যে সহজ হবে না সেটা মানছেন পরিবহণ দফতরের কর্তারা।

এমনিতে শহরে তেমনভাবে বাস (Bus) স্টপ নির্দিষ্ট করে দেওয়া নেই। অনেক সময় আবার বাস স্টপে না দাঁড়িয়ে রাস্তার যে কোনও জায়গা থেকে যাত্রী তুলতে দেখা যায় বাসগুলিকে। সেই সঙ্গেই রয়েছে যানজট। সেক্ষেত্রে সময় মেনে বাস আদৌ কতখানি আসতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে অনেকের।

Bus in Kolkata

এদিকে রিপোর্ট বলছে, পরিবহণ দফতর এবং পুরসভা যৌথভাবে বাস স্টপেজ বানাতে পারে। আপাতত ঠিক হয়েছে, নির্দিষ্ট সময় অনুযায়ী বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বে। সেই সঙ্গেই পরিবহণ দফতরের তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত স্টপেজ ছাড়া এবার থেকে বাস দাঁড় করানো যাবে না। যদি এমনটা দেখা যায়, তাহলে সেই বাসের (Bus) বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়া সাম্প্রতিক অতীতে শহরে একাধিক পথ দুর্ঘটনার খবর সামনে এসেছে। সেটা রুখতেও এবার উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। এবার দুই বাসের মধ্যে রেষারেষি কমানোর জন্য গাইডলাইন আনা হবে। রাজ্যের সেই নির্দেশিকায় বলা থাকবে, এবার থেকে বামদিকের লেন দিয়েই বাস চালাতে হবে। সেই সঙ্গেই আর রাস্তার মাঝখান থেকে যাত্রী তোলা যাবে না। অ্যাপের মাধ্যমে বাসগুলির গতিবিধি দেখা হবে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর