‘তথ্য নিরাপত্তা সংক্রান্ত কোনো আইন নেই দেশে’ : বিস্ফোরণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

বাংলা হান্ট ডেস্ক: প্রথম বক্তৃতায় কেন্দ্রীয় সরকারকে ফ্যাসিবাদী হিসেবে তুলে ধরতে, সোশ্যাল মিডিয়া সমেত সর্বত্র তাঁকে নিয়েই আলোচনা হয়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ফের একবার সরব হলেন কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে। আধার কার্ডের নিরাপত্তা ও গোপনীয়তা হলো এবারের বিষয়।

TMC MP Mahua Moitra 696x399

আধার আইন নিয়ে লোকসভার আলোচনার সময় মহুয়া বলেন, ‘আমি আমার বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে দিচ্ছি বেসরকারি সংস্থাকে। আপনারা বলছেন, আধারের ইকো-সিস্টেম ভেঙে পড়লে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে। তবে আমি তো জানি না কী সেই ব্যবস্থা। কোনওদিনও তা স্পষ্ট করে জানানো পর্যন্ত হয়নি।’

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র জানান যে কোন তথ্য নিরাপত্তা আইন নেই এই দেশে। তিনি বলেন, ‘সঠিক নিরাপত্তা ও গোপনীয়তা নেই আজকের দিনে। তথ্য নিরাপত্তা আইনই নেই কোনও। এই ধরনের আইনের অভাবের মধ্যেই আপনি (সরকার) আমাকে ব্যক্তিগত তথ্য বেসরকারি সংস্থাকে জানাতে বলছেন?’

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বারবার আশ্বাস দিলেও, বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে তথ্য হাতানো ও অ্যাকাউন্ট থেকে টাকা হাওয়া। এরকম বিভিন্ন ঘটনা একাধিকবার সামনে এসেছে, এবার তারই প্রতিবাদ করে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

সম্পর্কিত খবর