কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন বৈশাখী! ‘ভাবতে পারছি না তুমি নেই…’! লিখলেন শোভন-বান্ধবী

বাংলা হান্ট ডেস্কঃ ব্যক্তিগত জীবনের সৌজন্যে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একসময় কম জলঘোলা হয়নি। এখন অবশ্য সবটাই সবার কাছে পরিষ্কার। এবার সেই বৈশাখীর জীবনেই কঠিন সময়! কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি।

  • সমাজমাধ্যমে পোস্ট করে দুঃসংবাদ দেন বৈশাখী (Baisakhi Banerjee)!

এই মুহূর্তে জীবনের অত্যন্ত কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শোভন-বান্ধবী (Sovan Chatterjee)। মাতৃহারা হয়েছেন তিনি। শুক্রবার সমাজমাধ্যমে এই দুঃসংবাদ ভাগ করে নেন। মায়ের সঙ্গে কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে এই খবর দিয়েছেন তিনি।

৬ মাস আগেই মা-কে হারিয়েছেন বৈশাখী (Baisakhi Banerjee)। এদিন সেই শোকসংবাদ সবার সঙ্গে ভাগ করে তিনি লেখেন, ‘মা, ৬ মাস আগে ঠিক এই দিনে (২৯ মে) আমায় একা ফেলে তুমি চলে গেলে। হতবাক এবং মন থেকে ছিন্নভিন্ন হয়ে গিয়েছি আমি। দুঃখ প্রকাশের জন্য কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। এখনও বিশ্বাস করতে পারি না যে তুমি আর নেই, তোমার ডাক আর আমি কখনও শুনতে পাবো না’।

আরও পড়ুনঃ সন্দীপ সহ ৫ জন…! CBI-এর চার্জশিটে মারাত্মক অভিযোগ! তোলপাড় রাজ্য

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন বৈশাখী জননী। শোভন-বান্ধবী এদিন জানান, ২৯ মে ভোর ৪:১০ মিনিটে চিকিৎসকরা জানান, লড়াই শেষ! ‘মা, তুমি আর আসবে না, কাছে গেলেই আর তোমার হাসিমাখা মুখ দেখতে পাব না…’, লেখেন তিনি।

Baisakhi Banerjee post

বৈশাখীর (Baisakhi Banerjee) পোস্ট দেখেই পরিষ্কার বিগত ৬ মাসে মা-কে হারানোর কষ্ট একটুও লাঘব হয়নি। বরং সবে লড়াই শুরু হল, লিখেছেন তিনি। শোভন-বান্ধবী র কথায়, ‘এই বাস্তব মেনে নেওয়ার জন্য আমি রোজ নিজের সঙ্গে লড়ছি। তোমায় ছাড়া আমায় বাঁচতে হবে… আমার নিজের ক্ষত সারিয়ে দেওয়ার জন্য কেউ আর রইল না… আমি তোমায় আর কখনওই ছুঁতে পারব না আমি জানি। তোমার হাত ধরে চুপচাপ বসে থাকতে পারব না। আমায় বিচার করবে না, এই চিন্তা না করেই নিজের সব মনের কথা ভাগ করে নিতে পারব না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর