দানার রেশ কাটতেই ফেঙ্গালের ভ্রূকুটি! বৃষ্টিতে ভাসবে বাংলার এই চার জেলা

বাংলা হান্ট ডেস্কঃ দানার রেশ কাটতে না কাটতেই আবার ফেঙ্গালের ভ্রুকুটি। আবহাওয়ার পূর্বাভাস বলছে এবার আরও এক ঘূর্ণিঝড় (Cyclone) আছড়ে পড়বে দক্ষিণ ভারতের পূর্বের রাজ্যগুলিতে। তবে বাংলায় এর প্রভাব খুব একটা পড়বে না বলেই মনে করা হচ্ছে। তবে জানা যাচ্ছে, আগামী তিন দিন অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত আকাশ মেঘলাই থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone) ফেঙ্গাল

আজই সাগরে ঘূর্ণিঝড় (Cyclone) ফেঙ্গাল ঘনীভূত হতে পারতো। কিন্তু ইতিমধ্যেই তা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাব পড়তে চলেছে তামিলনাড়ু এবংপুদুচেরির কিছু অংশে। যার ফলে শুক্রবার থেকে মুষলধারে বৃষ্টি হতে পারে এই দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায়। তাই আগে সতর্কতা অবলম্বন করে স্কুল-কলেজগুলি ইতিমধ্যেই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন।

আজ অর্থাৎ শুক্রবার চেন্নাই, চেঙ্গলপাট্টু এবং কুড্ডালোরে স্কুল ও কলেজ বন্ধ ছিল। অন্যদিকে পুদুচেরিতে শুক্র- শনি দুদিনই স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ (আইএমডি) অনুসারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ঘূর্ণিঝড়ে পরিণত না হওয়ার সম্ভাবনাই  অনেক বেশি।

আরও পড়ুন: বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে! ‘বিজয় দিবস’ উপলক্ষ্যে কলকাতায় মহা সমাবেশের ডাক দিলেন শুভেন্দু

তবে এর প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর না পড়লেও বছর শেষে শীতের আমেজে খানিক ভাঁটা পড়তে চলেছে। তাই নভেম্বরের শেষে এসে তাপমাত্রা আবার খানিক বেড়েছে।

Cyclone

তবে আশার খবর এই যে ডিসেম্বরে শুরু থেকেই আবার তাপমাত্রা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, শনিবার অর্থাৎ ৩০ নভেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও এই উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর