বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) ইসকন নিষিদ্ধ করা যাবে না কোনো ভাবেই, এমনটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সে দেশের হাইকোর্টে। সঙ্গে আরো বলা হয়েছে, ইসকন নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের সরকার। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না। এরপরেই এবার ইসকনের সদস্যদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করা হল সরকারের তরফে।
ইসকন সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বাংলাদেশ (Bangladesh) সরকারের
গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ বাংলাদেশের (Bangladesh) একাধিক ইসকন সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রিজ করে দেওয়া হয়েছে। মোট ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে। ইসকন বিতর্ক কার্যত অব্যাহত ওপার বাংলায়।
কাদের কাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে: যেমনটা জানা গিয়েছে, নতুন সরকারের বাংলাদেশ (Bangladesh) ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর তরফে ইসকনের ১৭ জন সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই ১৭ জনের তালিকায় রয়েছে গ্রেফতার হওয়া সাধু চিন্ময় কৃষ্ণ দাস সহ কার্তিক চন্দ্র দে, সরোজ রায়, সুশান্ত দাস, অনিক পাল, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, লিপি রানী কর্মকার, জয়দেব কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, রূপন দাস, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস।
আরো পড়ুন : ভারতীয় কূটনীতিকদের ওপর আড়ি পাতছে কানাডা! চালাচ্ছে নজরদারিও, ফের সমালোচনার মুখে ট্রুডো
আরো বাড়ানো হতে পারে মেয়াদ: আর্থিক তছরুপ প্রতিরোধ আইন ২০১২-র অধীনে ইসকন এবং এর সদস্যদের ও তাঁদের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আগামী ৩০ দিন এই নিষিদ্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে কোনো ধরণের আর্থিক লেনদেনে করা যাবে না বলে জানা গিয়েছে। এমনকি বাংলাদেশ (Bangladesh) সরকারের তরফে এও জানানো হয়েছে, পরবর্তীতে প্রয়োজনে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হতে পারে।
আরো পড়ুন : ধারেকাছেও নেই সামান্থার, মুক্তির আগেই চর্চায় ‘পুষ্পা ২’ এর আইটেম গান
কেন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। তবে এই সদস্যদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির থেকেও সমস্ত নথিভুক্ত ফর্ম, কেওয়াইসি ফর্ম সহ সমস্ত আর্থিক লেনদেনের নথিপত্র আগামী তিন দিনের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর।