বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। ওপার বাংলায় হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় ফুঁসছে ভারতবর্ষ সহ সমগ্র বিশ্ব। এই আবহে সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে পেতে রাখা হয়েছে ভারতের পতাকা। এরপরেই ওপার বাংলার রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল মানিকতলার জে এন রায় হাসপাতাল।
বাংলাদেশি (Bangladesh) রোগীদের জন্য অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ!
এদিন জে এন রায় হাসপাতালের (J N Ray Hospiyal) ডিরেক্টর শুভ্রাংশু ভক্ত সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনও রকম বাংলাদেশি রোগীকে ভর্তি কিংবা কোনও রকম স্বাস্থ্য পরিষেবা দেব না’।
শুভ্রাংশুবাবু বলেন, বাংলাদেশ (Bangladesh) স্বাধীন হওয়ার জন্য ভারতের লক্ষাধিক সৈনিকের রক্ত ঝরেছিল। আজ সেই দেশেই ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। সুতরাং আপাতত আর সেই দেশের সঙ্গে ‘ভাব ভালোবাসা’ দেখানোর দরকার নেই বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ ৩০ নভেম্বরের মধ্যে…! সরকারি ক্যালেন্ডার নিয়ে কড়া নিয়ম! এবার এভাবে করতে হবে আবেদন
জে এন রায় হাসপাতালের ডিরেক্টর বলেন, ‘আমি এটাও চাইব, আমাদের হাসপাতাল ফিল্ডে যারা যারা রয়েছেন, সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ সবার ঊর্ধ্বে আমাদের এই দেশ। আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। এই পরিষেবা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে, সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক’। জে এন রায় হাসপাতালের এই পোস্ট সমাজমাধ্যমে শেয়ার করে সমর্থন জানিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি লিখেছেন, ‘আই সাপোর্ট’!
বাংলাদেশি (Bangladesh) রোগীদের স্বাস্থ্য পরিষেবা বন্ধ করার এই সিদ্ধান্তের বিষয়ে বাংলা হান্টের তরফ থেকে শুভ্রাংশুবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো এদেশে নাগরিক। এই দেশে জন্মগ্রহণ, এখানে বেড়ে ওঠা, এখানে হাসপাতাল চালাচ্ছি। ‘সেই দেশের প্রতি এতটুকু না থাকলে আমি মানুষ থাকব না’ বলে মন্তব্য করেন জে এন রায় হাসপাতালের ডিরেক্টর।