আকাশ বিজয়বর্গীয় কে দল থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: পুরসভার আধিকারিকদের মারধরের ঘটনায় কৈলাসপুত্র আকাশ বিজয়বর্গীর কড়া নিন্দা করে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, ‘দরকার নেই ওরকম নেতার, তাড়িয়ে দেওয়া হোক ওকে’। তারপর আকাশের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল বিজেপি। 

IMG 20190704 205401

গত ২৬ জুন ইন্দৌরে পুরসভার আধিকারিকরা এক অঞ্চলে উচ্ছেদ করতে যাওয়ায়, বিধায়ক আকাশ বিজয়বর্গীয় ব্যাট নিয়ে মারধর করেন তাঁদের। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে তাকে যদিও পরে জামিন পেয়ে যায় আকাশ।

আকাশের এমন ব্যবহারে প্রবল ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, ‘একটা বিধায়ক হারাতে হলে হারাব। কিন্তু এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে না ঘটে সেজন্য ব্যবস্থা নিতে হবে’। তিনি আরো বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে এমন নেতা চাই না।’        

প্রধানমন্ত্রীর কড়া বার্তা পেয়ে আকাশকে দল থেকে শোকজ করল বিজেপি। একটি নোটিশও ধরানো হয়েছে তাকে, সেখানে এই ঘটনায় আকাশের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এরপরেই তার বিরুদ্ধে নির্দেশ মতো ব্যবস্থা নেবে বিজেপি।   

সম্পর্কিত খবর