বাংলা হান্ট ডেস্কঃ জুলাই মাসে জামিন পেয়েছিলেন ভাঙরের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর। জামিনের মাস চারেকের মাথায় এই তৃণমূল নেতাকে নিয়ে নয়া নির্দেশ দিল উচ্চ আদালত।
আরাবুলকে নিয়ে কী নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)?
দীর্ঘ টালবাহানার পর গত জুলাই মাসে হাইকোর্টের তরফ থেকে জামিন পেয়েছিলেন আরাবুল (Arabul Islam)। সেই সঙ্গেই বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল আদালত। তার কয়েক মাসের মাথায় এবার ভাঙরের এই তৃণমূল নেতার গতিবিধিতে খানিক রাশ টানা হল। রাজ্যের আবেদনে নয়া নির্দেশ দিলেন বিচারপতি।
রিপোর্ট বলছে, আদালতের নির্দেশ অনুযায়ী সপ্তাহে দু’দিন, সোমবার এবং বৃহস্পতিবার ভাঙর ২ নং পঞ্চায়েত সমিতির দফতরে যেতে পারবেন আরাবুল। তবে এই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতার গতিবিধির ওপর কড়া নজর থাকবে পুলিশের।
আরও পড়ুনঃ ‘একদম জগাখিচুড়ি অবস্থা..,’ ভরা এজলাসে রেগে কাঁই জাস্টিস ঘোষ, বিধাননগর পুলিশকে তুমুল ভর্ৎসনা
গত জুলাই মাসে ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছিলেন ভাঙরের ‘তাজা নেতা’। বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছিল হাইকোর্ট। তবে জানা যাচ্ছে, সেই শর্ত অমান্য করে বেশ কিছু অনৈতিক কার্যকলাপে নাম জড়ায় তাঁর। যা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নালিশ করেছিলেন বলে খবর।
সাক্ষীকে হুমকি দেওয়া থেকে শুরু করে হাইকোর্টের নির্দেশ খেলাপ করে বিজয়গঞ্জ বাজায় এলাকায় ঢুকে পড়ার অভিযোগ উঠেছিল আরাবুলের বিরুদ্ধে। তৃণমূল নেতার এহেন গতিবিধি নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নালিশ করেন। এবার তাতেই বড় নির্দেশ দিল উচ্চ আদালত। ভাঙরের এই তৃণমূল নেতার এহেন গতিবিধিতে রাশ টানতেই কড়া নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)।
উল্লেখ্য, ভাঙরের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের হেভিওয়েট মদন মিত্র একসময় তাঁকে ‘তাজা নেতা’ তকমা দিয়েছিলেন। সেই আরাবুলকেই চলতি বছর ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করেছিল পুলিশ। দীর্ঘ টালবাহানার পর গত জুলাই মাসে শর্তসাপেক্ষে জামিন পান তিনি।