করেছিলেন সমালোচনা! বিরাটের সেঞ্চুরি দেখে উল্টো সুর পন্টিংয়ের, অস্ট্রেলিয়ার প্লেয়ারদের দিলেন বড় নির্দেশ

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে দুর্ধর্ষ সেঞ্চুরি করে তাঁর সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন। এদিকে, এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বিরাটের কড়া সমালোচনা করেছিলেন। কিন্তু, এখন কোহলির সেঞ্চুরি দেখার পর, তিনি তাঁর দলের খারাপ ফর্মের মধ্যে থাকা মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথকে বিরাটের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

বিরাটের (Virat Kohli) সেঞ্চুরি দেখে কি জানালেন পন্টিং:

মূলত, বর্ডার-গাভাস্কার ট্রফির বাকি চারটি টেস্ট ম্যাচে ফর্মে ফিরতে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) মতো নিজের দেশের ওই দুই ব্যাটারকে খেলার ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন পন্টিং। পার্থে খেলা প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ফাস্ট বোলারদের বিরুদ্ধে চূড়ান্তভাবে ব্যর্থ হন লাবুশানে। ওই টেস্ট ম্যাচের দু’টি ইনিংসে তিনি যথাক্রমে ২ ও ৩ রান করেন। এদিকে, ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে দেয় ভারত। প্রথম টেস্ট ম্যাচে ভারতের জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের দুর্ধর্ষ বলের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় স্মিথকেও। অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটার প্রথম ইনিংসে তাঁর খাতা খুলতে পারেননি। এদিকে, দ্বিতীয় ইনিংসে তিনি ৬০ বলে ১৭ রান করেন।

What Ricky Ponting said after seeing Virat Kohli century.

এমতাবস্থায়, ICC-র রিভিউতে পন্টিং জানিয়েছেন, “পার্থের সব ব্যাটারদের মধ্যে লাবুশানেকে খেলার সময়ে সবচেয়ে বেশি লড়াই করতে দেখা গেছে। এটা সত্য যে উইকেট কঠিন ছিল এবং ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করছেন। তবে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের এটি পরিবর্তন করার উপায় খুঁজে বের করতে হবে।”

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে বাজিমাত করলেন ডি মারিয়া! টপকে গেলেন মেসিকেও, গড়লেন বিরাট নজির

এর পাশাপাশি অস্ট্রেলিয়ান প্রাক্তন অধিনায়ক পন্টিং এই বিষয়ে কোহলির (Virat Kohli) উদাহরণ দিয়েছেন। যিনি প্রথম ইনিংসে ৫ রান করার পরে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০০ রান করেন। পন্টিং বলেছেন, “বিরাট তাঁর খেলার ওপর আস্থা রেখেছিলেন এবং প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে তাঁকে অন্যরকম খেলোয়াড়ের মতো দেখাচ্ছিল। প্রতিপক্ষ দলের সাথে লড়াই করার পরিবর্তে, তিনি তাঁর শক্তিশালী পয়েন্টগুলিতে মনোনিবেশ করেছিলেন। লাবুশানে এবং স্মিথকে এটাই করতে হবে। তাঁদের পথ খুঁজে বের করা এবং দৃঢ় উদ্দেশ্য দেখাতে হবে।”

আরও পড়ুন: গৌতম আদানির গ্রেফতারি পরোয়ানার বিষয়ে এবার সামনে এল ভারত সরকারের বিবৃতি! স্পষ্ট জানানো হল…..

এদিকে, পন্টিং অস্ট্রেলিয়ান ব্যাটারদের আরও ঝুঁকি নিতে বলেছেন এবং ভারতীয় বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে বলেন। তিনি জানান, “খেলোয়াড়দের ঝুঁকি নেওয়ার এবং বোলারদের ওপর চাপ দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে। কারণ আমরা সবাই জানি যে বুমরাহের মতো বোলাররা রান করার সহজ সুযোগ দেবে না।” প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম টেস্টে শোচনীয় পরাজয় সত্বেও পন্টিং অস্ট্রেলিয়ার দলে খুব বেশি পরিবর্তন না করার পরামর্শ দেন। তিনি বলেন, “আমি একই দল থাকার পরামর্শ দেব। আমি মনে করি চ্যাম্পিয়ন খেলোয়াড়দের প্রতি আস্থা দেখাতে হবে এবং এই দলে আমরা যাঁদের কথা বলছি তাঁদের অনেকেই চ্যাম্পিয়ন খেলোয়াড়।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর