বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ‘হাম দো, হামরা চার’ মন্তব্যের রেশ যেন কিছুতেই কাটছে না। দিনকয়েক আগে অধিবেশন কক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা বলবেন হাম দো, হামারো দো। আমরা বলব, হাম দো, হামরা চার। এটাই গণতন্ত্র’। এবার তাঁর এই মন্তব্যের পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
সিদ্দিকুল্লাহর মন্তব্যের পাল্টা কী বললেন শুভেন্দু-নওশাদ?
সংবিধান দিবসের দিন রাজ্য বিধানসভায় বিশেষ আলোচনায় অংশ নেন সিদ্দিকুল্লাহ (Siddiqullah Chowdhury)। অধিবেশন কক্ষে বক্তব্য রাখতে গিয়েই ওই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। যা নিয়ে পয়েন্ট অফ অর্ডার করেন বিজেপির মুখ সচেতক শঙ্কর ঘোষ। স্পিকারকে প্রশ্ন করেন এটা কি রেকর্ডে রাখা যাবে নাকি যাবে না? স্পিকারের উত্তর আসে, আমি দেখে নেব।
পরবর্তীতে বিধানসভার বাইরে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ বলে, ‘চিনের সঙ্গে লড়াই করতে, পাল্লা দিতে জনসংখ্যা বৃদ্ধি প্রয়োজন’। তাঁর সেই সাফাইয়ে অবশ্য চিঁড়ে ভেজেনি! ‘হাম দো, হামরা চার’ মন্তব্যের রেশ এখনও বর্তমান। শনিবার যেমন এই নিয়ে তাঁকে আক্রমণ শানান নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণের দরকার রয়েছে। দেশের প্রগতির স্বার্থে কেন্দ্রকে আমি জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলব’।
আরও পড়ুনঃ কালীঘাটের কাকুর জন্য ‘সুখবর’! জোর ধাক্কা খেল CBI! এবার বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট
এখানেই না থেমে শুভেন্দু এদিন আরও বলেন, ‘বাংলাদেশের মৌলানারাও নানান ধর্মীয় আলোচনাতে এমন কথা বলেন। সেই একই রকম কথা, একই বিষয় একজন শিক্ষক, মন্ত্রী এবং জনপ্রতিনিধি বলায় অবাক হয়ে যাচ্ছি। তিনি কী শেখাচ্ছেন? কেন্দ্রের অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত’।
শুভেন্দুর (Suvendu Adhikari) পাশাপাশি সিদ্দিকুল্লাহর মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। তাঁর দাবি, বর্তমানে মুসলিম মহিলাদেরই সন্তান নেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি অনীহা রয়েছে।