নজরে স্বাস্থ্য! এবার কলকাতায় ৫ হাজার ডাক্তার নিয়ে কনভেশন, দিনক্ষণ জানালেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ আরজিকর কান্ডের পর এবার স্বাস্থ্য-পরিষেবা নিয়ে কোমর কষেছে রাজ্য সরকার। আজ শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকেই তিনি জানালেন এবার কলকাতার বুকে মোট ৫ হাজার ডাক্তারদের নিয়ে কনভেনশন করবেন তিনি (Abhishek Banerjee)।

কলকাতায় ৫ হাজার ডাক্তার নিয়ে কনভেশন অভিষেকের (Abhishek Banerjee)

আসন্ন বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখের দিনই এই বিশেষ কর্মসূচি পালন করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আরজিকর কান্ডের পর চিকিৎসক মহলের সাথে রাজ্যের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছিল। তারই ড্যামেজ কন্ট্রোল করতে এবার মরিয়া অভিষেক (Abhishek Banerjee)। ইতিমধ্যেই আজ অর্থাৎ শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক যার পোশাকি নাম, ‘সেবাশ্রয়’।

এই নতুন কৰ্মসূচি ঘোষণা করে এদিন অভিষেক জানান, ‘আমরা যখন ঠিক করেছিলাম, আমরা একটা স্বাস্থ্য শিবির করব, যে স্বাস্থ্য শিবির প্রায় ২৩ লক্ষ লোকের কাছে স্বাস্থ্য পরিষেবার পৌঁছে দেবে। আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, প্রত্যেকটা ক্যাম্পে আমরা দুটি শিফটে ডাক্তারবাবুদের অংশগ্রহণ করতে বলি। কেউ প্রাইভেট প্র্যাকটিস করে, কেউ সরকারি চাকরি করেন। তাঁরা সপ্তাহের দু’দিনের বেশি সময় দিতে পারবেন না। ২-৩ শো ডাক্তার হলে আমরা ভেবেছিলাম আমরা এই কাজটা সফল বা সার্থক করতে পারব’।

আরও পড়ুন: বিয়ে ভাঙার অর্থ ‘আত্মহত্যায় প্ররোচনা’ দেওয়া নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

সেইসাথে এদিন অভিষেক জানান যদি একটা লোকসভাতে ২ হাজার বুথ থাকে আর সেই বুথে প্রায় ২৪ লক্ষ লোক থাকে। সেক্ষত্রে প্রত্যেকটা বিধানসভায় যদি ১‍০ দিন করে এক একটা শিবির করা যায়, তাহলে খুব কম করে ৪০০ থেকে ৫০০ ডাক্তার প্রয়োজন হবে। এছাড়াও তিনি জানান এক রাতের মধ্যেই  ১২০০ ডাক্তার, তাঁদের ডিটেলস পাঠিয়েছেন। অভিষেকের কথায়, ‘আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারেনি’।

Abhishek Banerjee

এরপরেই তিনি ঘোষণা করেন, ‘এই কর্মসূচি অর্থাত্‍ সেবাশ্রয়, শেষ হওয়ার পরে জানুয়ারি, ফ্রেরুয়ারি, মার্চের মধ্যিখানে অর্থাত্‍ ১৫-১৬ তারিখ নাগাদ যদি শেষ হয়, আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ৫ হাজার ডাক্তারের কনভেনশন করব। এবং কলকাতার বুকে করব। যাঁরা আজকে আসতে পারেননি, তাঁদের সবাইকে আমরা সেদিন আসার সুযোগ করে দেব’।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর