মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! ‘লাল স্বর্ণ’ বিক্রি করে প্রভূত লাভের আশায় আফগানিস্তান

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে আফগানিস্তানে চলছে তালিবান শাসন। আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশের রোষানলে আফগান সরকার। তবে চলতি বছর ‘লাল স্বর্ণ’ বিক্রি করে বিপুল পরিমাণ আয়ের সম্ভাবনা দেখছে আফগানিস্তান সরকার। জাফরানকে আফগানিস্তানে (Afghanistan) ‘রেড গোল্ড’ বা ‘লাল স্বর্ণ’ নামে আখ্যায়িত করা হয়ে থাকে।

‘লাল স্বর্ণ’ বেচেই লালে লাল আফগানিস্তান (Afghanistan) 

ইরানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ আফগানিস্তান (Afghanistan)। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত কয়েক বছরের তুলনায় চলতি বছর আফগানিস্তান উৎপাদন করতে চলেছে অনেক বেশি পরিমাণ জাফরান। সংশ্লিষ্ট মহল ধারণা করছে, আমেরিকার (United States of America) নিষেধাজ্ঞা সত্ত্বেও জাফরান বিদেশে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ লাভ করবে আফগান সরকার।

Saffron Farming Project Report.

বেলজিয়ামভিত্তিক খাদ্য-পানীয় গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউট গত জুন মাসে আফগানিস্তানের জাফরানকে (Saffron) ‘বিশ্বসেরা’ হিসেবে আখ্যা দিয়েছে। ভারতের এই যুদ্ধ বিধ্বস্ত ‘বন্ধু’ দেশ হিসেবে পরিচিত আফগানিস্তান গত ৯ বছর ধরে বিশ্বসেরার তকমা বজায় রেখেছে। বিশ্ববাজারে জাফরানের বর্তমান মূল্য প্রায় ২ হাজার ডলার প্রতি কেজি।

আরোও পড়ুন : ৩ ডজন মেশিন ১০ দিন ধরে গুনেছিল টাকা! এই সাংসদের বাড়িতে হয় দেশের সবথেকে বড় আয়কর হানা

বিশেষজ্ঞরা অনুমান করছেন, চলতি বছর প্রায় ৫০ টন জাফরান উৎপাদন হতে পারে আফগানিস্তানে। গত ২ বছরে ব্যাপকভাবে আফগানিস্তানে জাফরানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাই জাফরান রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি করার পরিকল্পনা করছে আফগান সরকার ও সেদেশের ন্যাশনাল স্যাফরন ইউনিয়ন। আফগানিস্তানের শিল্প-বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুলসালাম জাওয়াদ আখুন্দজাদা জানান, ‘এ বছর জাফরানের ফলন ভালো হয়েছে। গত ৯ মাসে ৪৬ টন জাফরান রপ্তানি হয়েছে।’

Afghanistan

প্রসঙ্গত, আফগানিস্তান (Afghanistan) সবথেকে বেশি জাফরান রপ্তানি করে থাকে ভারতকে। তারপর রপ্তানিকারক দেশের তালিকায় রয়েছে সৌদি আরব ও আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। ন্যাশনাল স্যাফরন ইউনিয়নের একটি হিসাব বলছে, জাফরান রপ্তানি করে প্রতি আর্থিক বছরে আফগানিস্তানের কোষাগারে যুক্ত হয় প্রায় ১০০ মিলিয়ন ডলার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর