বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। হাসিনার পতনের পর থেকে শুরু হয়েছে ওপার বাংলায় বর্বরতা। বাংলাদেশের (Bangladesh) শাসনে রাশ এখন অন্তর্বর্তী সরকারের উপর। আর তিনি কুর্সিতে বসার পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার যেন লাগাম ছাড়া হয়ে উঠেছে। হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা সবকিছু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর এই উত্তপ্ত বাংলাদেশ কনসার্ট করতে আসেন পাক গায়ক আতিফ আসলাম (Atif Aslam)। তবে এখানে কনসার্ট করতে আসাই যেন কাল হয়ে দাঁড়ালো। চরম বিশৃংখলার অভিযোগ উঠল কনসার্টের বিরুদ্ধে।
আতিফ আসলাম (Atif Aslam) কনসার্টে চরম বিশৃঙ্খলা:
তথ্যসূত্রে জানা গিয়েছে, শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে আতিফের ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট ছিল। আর এই অনুষ্ঠান আয়োজন করেছিল ট্রিপল টাইম কমিশন নামের এক সংস্থা। এমনকি এই সংস্থাটিই কনসার্টের নাম রেখেছিল “ম্যাজিক্যাল নাইট ২.০”। তবে কনসার্টটি ম্যাজিকাল না হয়ে পরিণত হলো ব্ল্যাক ম্যাজিকে। আসলে আয়োজক সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠলো চরম অব্যবস্থাপনার। পাশাপাশি, অভিযোগ উঠেছে টিকিট কেটেও শোতে ঢুকতে না দেওয়ার।
আতিফ আসলাম (Atif Aslam) স্টেজে উঠতে লোডশেডিং:
জানা যায়, এদিন আতিফ আসলাম মঞ্চে উঠতেই লোডশেডিং হয়ে যায়। দর্শকরা অভিযোগ তোলেন বেশি বেশি টাকার বিনিময় টিকিট কিনেও তাদেরকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। শুধু তাই নয় ভেন্যুর প্রবেশপথেও চরম বিশৃঙ্খলা তৈরি হয়। যার ফলে সমস্যার মুখে পড়তে হয় শ্রোতা-অনুরাগীদের। এমনকি এই কনসার্টের কারণে বাংলাদেশের (Bangladesh) উত্তরা, মহাখালী-সহ ঢাকার বিভিন্ন প্রান্তে মারাত্মক যানজট তৈরি হয়। যানজটের কারণে দুর্ভোগের মুখে পড়তে হয় জনসাধারণকে। এমনকি এই যানজটের কারণে পুলিশরাও হিমশিম খেয়ে যায়।
আরো পড়ুন : জামাইবাবু ইউনূসের বাংলাদেশে জ্বলছে অশান্তির আগুন! চিন্তায় বর্ধমানে অসুস্থ শ্যালক, জানালেন…..
এক ঘন্টা লেটে কনসার্ট:
অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা নাকি নির্ধারিত সিটের তুলনায় বেশি টিকিট বিক্রি করেছে। এমনকি এই কারণে টিকিট ছাড়াই বহু লোক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। ম্যাজিক্যাল নাইট ২.০’ শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটেয়, পরিবর্তে একঘণ্টা পরে শুরু হয়। আর এই বিষয় দর্শকরা ক্ষোভ উগড়ে দিয়েছেন সমাজ মাধ্যমে। সবমিলিয়ে এমন কনসার্টের প্রতি ভীষণভাবে অসন্তুষ্ট শ্রোতা অনুরাগীরা।
আরো পড়ুন : চিনের সঙ্গে পাল্লা! ‘হাম দো, হামরা চার’ এর নিদান সিদ্দিকুল্লাহর! পাল্টা দিলেন শুভেন্দু-নওশাদ
সঞ্চালনার গুরু দায়িত্বে বহন করেন তাহসান:
সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার এই কনসার্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাফিয়াত রশিদ মিথিলার প্রাক্তন স্বামী তাহসান খান (Tahsan Rahman Khan)। আতিফ আসলাম (Atif Aslam) তুমুল আকর্ষণ ছিলেনই সেই সাথে ছিলেন কাকতাল ব্যান্ড এবং পাক গায়ক আবদুল হান্নানের গান। এমন খ্যাতিমান গায়কের কনসার্ট ঘিরে শুধুই বিতর্ক। তবে এর মধ্যে বিস্ফোরক অভিযোগটি হচ্ছে এই শোয়ের উদ্যোক্তারা নাকি শ্রোতা ও দর্শকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে। এমন বিশৃঙ্খল কনসার্ট হয়তো এর আগে কখনো কোথাও দেখা যায়নি।