ডিসেম্বরই খুলে যাবে কপাল! লটারিতে হবে টাকার বৃষ্টি, ভাগ্য চমকাবে এই রাশিগুলির

বাংলা হান্ট ডেস্ক: জীবনে সকলেই বড়লোক হতে চান। কেউ কেউ ওভার ডিউটি দিয়ে বেশি টাকা কামাতে চান। আবার কেউ কেউ বিকল্প পন্থা খুলেন ভালো টাকা অর্জনের জন্য। আবার কেউ কেউ তো লটারির (Lottery) মাধ্যমে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। মূলত কম সময় বেশি টাকা অর্জনের জন্য এটি একটি দুর্দান্ত উৎস। তবে লটারি (Lottery) কাটলে যে সঙ্গে সঙ্গে কোটিপতি হয়ে যাবেন তা কিন্তু নয়। জ্যোতিষ শাস্ত্র বলে, এই পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে।

জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে লটারি (Lottery) কাটুন:

আমরা হিন্দুরা জ্যোতিষ শাস্ত্রের বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। জ্যোতিষ শাস্ত্রে বলে দেয় কোন সময় শুভ কাজ করা উচিত। লটারির (Lottery) ক্ষেত্রেও এই শাস্ত্র মেনে চলতে পারেন। আর জ্যোতিষ শাস্ত্র (Astrology) বলছে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে চার রাশির বিশেষ ভাগ্য রয়েছে লটারি যোগের। আজকের প্রতিবেদনে দেখে নিন ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত কোন কোন রাশি লটারি কাটবেন আর কারা কারা কাটবেন না।

মেষ রাশি: মেষ (Aries) রাশি জাতক জাতিকারা লটারি কাটা থেকে দূরে থাকুন। কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনার লটারি (Lottery) প্রাপ্তির কোন যোগ নেই। আর যদিও কাটতে হয় খুব মোটা অঙ্কের লটারি কাটবেন না, যাতে আপনার ক্ষতি হয়। চেষ্টা করুন কম টাকার লটারি কাটার।

বৃষ রাশি: জ্যোতিষ শাস্ত্র অনুসারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বৃষ রাশি জাতক জাতিকারা লটারি কাটতে পারেন। এতে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই সপ্তাহের প্রথম দিকে কাটার চেষ্টা করুন। মধ্য কিংবা শেষের দিকে কাটবেন না।

 These zodiac signs wins lottery are expected in the first week of December.

মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের লটারির বিশেষ যোগ দেখা যাচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে লটারি কাটলে আপনার লাভ বৈ ক্ষতি হবে না।

কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে লটারি টিকিট কাটলে একটু ভাবনা চিন্তা করেই কাটুন। কারণ এই সময়টা আপনার খুব একটা ভালো যাবে না। জ্যোতিষ শাস্ত্র (Astrology) বলছে, যতটা পারবেন এই সময় লটারি কাটা এড়িয়ে চলুন।

সিংহ রাশি: ডিসেম্বরে প্রথম সপ্তাহের সিংহ রাশির জাতকেরা লটারি (Lottery) প্রাপ্তির বিশেষ একটা যোগ দেখা যাচ্ছে না। তবে একবার হলেও কেটে দেখতে পারেন।

আরও পড়ুন: কিছুতেই ফিরছেনা ফর্ম! কোটি কোটি টাকার এই প্লেয়ারই এবার চিন্তা বাড়াচ্ছে KKR-এর

কন্যা রাশি: কন্যা (Virgo) রাশির জাতকেরা সবচেয়ে বেশি লাভবান হবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ডিসেম্বরের গোটা সপ্তাহে আপনার প্রাপ্তি যোগ বেশ ভালো রয়েছে।

তুলা রাশি: তুলা রাশির জাতকেরা ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে লটারি কাটুন। তাহলেই ফল পেতে পারেন। আপাতত তার আগে অবধি কোন প্রাপ্তি যোগ নেই।

বৃশ্চিক রাশি: জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশি জাতকদের ডিসেম্বরে প্রথম সপ্তাহে লটারি না কাটাই মঙ্গল। কারণ এই সময় আপনার ভাগ্য খুব একটা ভালো যাবে না।

আরও পড়ুন: এবার পাল্টে যাবে দেশের ভোল! তেল এবং গ্যাসে আসবে বিপুল লগ্নি, নেওয়া হল বড় পদক্ষেপ

ধনু রাশি: আপনাদের প্রাপ্তি যোগ এই সপ্তাহে বেশ ভালো রয়েছে। বিশেষ করে ধনু রাশির জাতকরা সপ্তাহের শেষের দিকে লটারি কাটলে বিশেষ সুবিধা পেতে পারেন। দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হতে চলেছে।

মকর রাশি: মকর রাশি জাতক-জাতিকারা এই সপ্তাহে একবার হলেও লটারি কেটে দেখুন। লাভ হলেও হতে পারে।

কুম্ভ রাশি: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কুম্ভ রাশির জাতকেরাও ডিসেম্বরের প্রথম দিকে লটারি কাটতে পারেন। প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারি (Lottery) কাটা থেকে সাবধান। এই সময়ে আপনাদের বিশেষ প্রাপ্তিযোগ নেই বললেই চলে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর