আবারও কমলা জার্সিতে বিরাট বাহিনী

বাংলা হান্ট ডেস্ক:বিশ্বকাপে আগেও একবার কমলা জার্সিতে মাঠে নেমেছিল বিরাট বাহিনী। প্রতিদ্বন্দ্বি, সেই ইংল্যান্ড।আইসিসি-র নিয়ম অনুযায়ী, দুটি দল একই রঙের জার্সি পরে খেলতে পারবে না। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের খেলায় কমলা জার্সিতে মাঠে নেমেছিল বিরাটবাহিনী। ওই ম্যাচটি হেরেছিল।

বিশ্বকাপে পয়েন্টের বিচারে ইতিমধ্যেই চারটি হেভি ওয়েট দল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উঠে গিয়েছে সেমিফাইনালে। স্কোরবোর্ড অনুযায়ী পাকিস্তানের একটা সম্ভাবনা থাকলেও তা আর কোনোভাবেই সম্ভব নয়।

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে তারা ১৪ পয়েন্টেই থেকে যাবে। আবার অন্যদিকে ভারতের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে যেখানে শ্রীলঙ্কাকে হারালে ১৫ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে উঠে আসবে ভারত।  সেমি ফাইনালে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ড এর।

IMG 20190705 WA0053 ইংল্যান্ড উপস্থাপক দল হওয়ায় তার জার্সির রং পরিবর্তিত না হয়ে ভারতীয় দলের জার্সির রং হবে গেরুয়া।

সম্পর্কিত খবর