বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগে কোনও দেশের সামরিক বাহিনীর ক্ষমতার উপর নির্ভর করে আন্দাজ করা যায় সে দেশের শক্তি বা সক্ষমতা। সামরিক বাহিনীর দিক থেকে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের (Powerful Country) তালিকায় বছরের পর বছর ধরে অবস্থান করছে আমেরিকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার শত্রু দেশ রাশিয়া।
এমনকি আমাদের দেশ ভারতও (India) রয়েছে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায়। প্রতিবছর পৃথিবীর শক্তিশালী দেশগুলির (Powerful Country) তালিকা প্রকাশ করে থাকে গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স। এই তালিকায় সামরিক শক্তির পাশাপাশি নজর দেওয়া হয় আর্থিক দিকেও। আর্থিকভাবে দেশটি যুদ্ধ করতে সক্ষম কিনা সেই দিকটিও বিবেচনা করে দেখে সংস্থা।
চলুন আজ আমরা জেনে নেব বিশ্বের সবথেকে শক্তিশালী ১০টি দেশ (Powerful Country) সম্পর্কে।
১. আমেরিকা: গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স বলছে বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। আমেরিকার কাছে রয়েছে 21,27,500 সেনা।
২. রাশিয়া: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ রাশিয়া। গত আড়াই বছর ধরে ইউক্রেনের সাথে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেশটি।
৩. চিন: ২০ লাখেরও বেশি সক্রিয় সৈন্য নিয়ে চিন বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ।
৪. ভারত: ভারতের সামরিক শক্তি আজ গোটা বিশ্বে অন্যতম সেরা। 14.55 লক্ষ সেনা নিয়ে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। ভারতীয় সেনাবাহিনীতে মোট সেনা সদস্যের সংখ্যা 51,37,550 জন।
৫. দক্ষিণ কোরিয়া: উত্তর কোরিয়ার সাথে মাঝেমধ্যেই নানা ধরনের সমস্যায় জড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। এই দেশটি বিশ্বের পঞ্চম বৃহত্তম পরাশক্তি।
৬. যুক্তরাজ্য: 184,860 জন সেনা সদস্য নিয়ে যুক্তরাজ্য বিশ্বের ষষ্ঠ শক্তিধর দেশ।
৭. জাপান: প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকা জাপান বিশ্বের সপ্তম বৃহত্তম সামরিক শক্তির দেশ। আমেরিকার কাছ থেকে জাপান বিপুল পরিমাণ সামরিকগত সহায়তাও পেয়েছে।
আরোও পড়ুন : মঞ্জুর! নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি, এরই মধ্যে চরম দুঃসংবাদ এল কালীঘাটের কাকুর জন্য
৮. তুরস্ক: বিশ্বের অষ্টম বৃহত্তম সামরিক শক্তিধর দেশ তুরস্ক। ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে তুরস্কের কাছে।
৯. পাকিস্তান: 6.54 লাখ সেনা নিয়ে বিশ্বের নবম বৃহত্তম সামরিক শক্তির দেশ পাকিস্তান।
১০. ইতালি: ইউরোপের এই ছোট দেশ ইতালি সামরিক শক্তির দিক থেকে বিশ্বের দশম বৃহত্তম।