রাজ্যের মহিলারা পাবেন ১০ হাজার করে, কোন প্রকল্পে? বড় ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের জন্য একের পর এক প্রকল্পের (Government Scheme) উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়। বাংলায় যেমন রয়েছে লক্ষ্মীর ভান্ডার তেমনই পড়শি রাজ্য ওড়িশার মহিলাদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প রয়েছে। যার নাম সুভদ্রা যোজনা (Subhadra Yojana)।

সুভদ্রা যোজনার মাধ্যমে সে রাজ্যে মহিলাদের এক কোটিরও বেশি মহিলাকে প্রতি বছর ১০০০০ টাকা দেবে সরকার। ভগবান জগন্নাথের ছোট বোন দেবী সুভদ্রার নামে এই প্রকল্পের নাম। সমাজের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলির সমাধানে নেওয়া একটি প্রকল্প হল সুভদ্রা যোজনা।

মূলত রাজ্যের নারীদের ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহায়তার উপর জোর দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীর বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এবং নির্দিষ্ট আয়ের মানদণ্ড পূরণ করতে হবে। রিপোর্ট অনুযায়ী, ধনী পরিবার, সরকারি কর্মী বা যারা আয়কর জমা দেন তাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।

পাশাপাশি যে সকল মহিলারা অন্য কোনও সরকারি কর্মসূচি থেকে প্রতি মাসে কমপক্ষে ১৫০০ টাকা বা বছরে ১৮০০০ টাকা সাহায্য পান তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। আয়ের প্রমাণপত্র, পরিচয়পত্র, এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিয়ে এই প্রকল্পে আবেদন করতে হবে। অবশ্যই আবেদনকারীকে ওড়িশার বাসিন্দা হতে হবে। কিস্তিতে প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে।

Women will get 10000 Rupees Government scheme Subhadra Yojana details

আরও পড়ুন: শীতের মুখে দুর্দান্ত খবর! গোরুমারায় এবার নয়া চমক, একধাক্কায় খরচ নামবে পর্যটকদের

ওড়িশাতে এখনও পর্যন্ত ৮০ লক্ষেরও বেশি মহিলা সুভদ্রা যোজনার সুবিধা পেয়েছেন। ওড়িশা রাজ্যের যে কোনও মহিলা যারা এই সুভদ্রা প্রকল্পের অধীনে অফিসিয়াল ওয়েবসাইট www.subhadra.odisha.gov.in-এ গিয়ে তথ্য পূরণ করে আবেদন করতে পারেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর