বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মধ্যবিত্ত বিনিয়োগকারীদের বিনিয়োগের অন্যতম ভরসার মাধ্যম ব্যাংকের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা স্থায়ী আমানত। বিনিয়োগের আগে প্রত্যেক বিনিয়োগকারী জানতে চান কোন ব্যাংকে কত মেয়াদে বেশি সুদ পাওয়া যাচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা এমন কিছু ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে আপনাদের জানাব যা শুনলে চমকে উঠতে পারেন আপনারা।
ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) প্রবীণদের জন্য বিশেষ সুবিধা
সাধারণ বিনিয়োগকারীদের (১৮ থেকে ৬০ বছর) তুলনায় প্রবীণ নাগরিকদের (Senior Citizen) ০.২৫-০.৫০ শতাংশ পর্যন্ত বেশি সুদ প্রদান করে থাকে ব্যাংকগুলি। তবে যারা সাধারণ নাগরিক তাদের জন্যও দুর্দান্ত সুদের হার অফার করছে বেশ কিছু ব্যাংক। ৩ বছরের মেয়াদের এই ফিক্সড ডিপোজিট স্কিমগুলিতে থাকছে আকর্ষণীয় সুদের হার। নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ৩ বছরের ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ৯ শতাংশ সুদ।
আরোও পড়ুন : গরীবদের জন্য অভিনব উদ্যোগ! খেল দেখাল HDFC, এই ‘বিশেষ’ প্রকল্প দেখে ধন্য ধন্য করছেন সবাই
৩ বছরের মেয়াদের স্থায়ী আমানতের উপর ৮.৬ শতাংশ সুদ প্রদান করছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় কিছুটা হলেও পাবেন বেশি সুদ। উৎকর্ষ স্মল ফাইন্যাস ৩ বছরের ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ৮.৫ শতাংশ সুদ। দেশের অন্যতম পরিচিত স্মল ফিনান্স ব্যাঙ্ক জানা স্মল ফাইন্যান্স ভালো পরিমাণ সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটে।
৩ বছরের স্থায়ী আমানতের জানা স্মল ফাইন্যান্স দিচ্ছে ৮.২৫% সুদ। Equitas Small Finance Bank ৩ বছরের ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ৮% হারে সুদ। ২ বছরের বেশি কিন্তু ৩ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে ESAF Small Finance Bank প্রদান করছে ৮.২৫% সুদ। Ujjivan Small Finance Bank মাত্র ১২ মাসের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীদের ৮.২৫% হারে আকর্ষণীয় সুদ প্রদান করছে।