বাংলাহান্ট ডেস্ক : গোটা বিশ্ব জুড়ে লুকিয়ে রয়েছে কত ইতিহাস, কত গল্প। তার মধ্যে থেকে কতটুকুইবা আমরা জানি! বিশ্বের বিভিন্ন দেশের নিয়ম-কানুন ভিন্ন। নানা ভাষা নানা মত নানা পরিধানের এই বিশ্বে লুকিয়ে রয়েছে না জানা অনেক কিছু। যারা সাধারণ জ্ঞান (General knowledge) ভালোবাসেন তারা ক্রমাগত ডুব দেন জ্ঞানের সাগরে। অনেকেই রয়েছেন যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের চর্চা করে থাকেন।
আরোও পড়ুন : বক্স অফিসে দাপট হরর কমেডির, আগামীতে মুক্তির অপেক্ষায় ৪ টি দুর্দান্ত ছবি
আবার অনেকে নিজস্ব কৌতূহলের বশে নিয়মিত সাধারণ জ্ঞানের বইয়ের পাতা উল্টে থাকেন। আজকের প্রতিবেদনে আমরা এমন কিছু মজার সাধারণ জ্ঞানের প্রশ্ন (Question) ও উত্তর (Answer) নিয়ে এসেছি যা আপনাকে শুধু জ্ঞানচক্ষু উন্মেষে সাহায্য করবে না, তার সাথে আপনাকে পরিচয় ঘটাবে বিশ্বের অজানা অনেক বিষয়ের সাথে।
চলুন তাহলে কিছু সাধারণ জ্ঞানে (General knowledge) এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক!
১. ভারতের প্রবেশদ্বার কোন শহর?
উত্তর: মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। এই শহরটি ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র, যেখান থেকে সারা বিশ্বের মানুষ ভারতে প্রবেশ করে।
২. বিশ্বের কোন দেশে ইউটিউব নিষিদ্ধ?
উত্তর: ইউটিউব চীনে নিষিদ্ধ। চীনে ইন্টারনেটে অনেক ধরনের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং সেখানে অনেক সোশ্যাল মিডিয়া সাইট এবং অ্যাপে অ্যাক্সেস সীমিত করা হয়েছে।
৩. সিংহের আগে জঙ্গলের রাজা কে ছিল জানেন?
উত্তর: সিংহের আগে জঙ্গলের রাজা ছিল হাতি। আকার এবং শক্তির কারণে বনে হাতির একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল।
৪. তেঁতুলের চা পান করলে কোন রোগ সেরে যায়?
উত্তর: তেঁতুলের চা পান করলে মেটাবলিক সিনড্রোম নিরাময় হয়। মেটাবলিক সিনড্রোমের মধ্যে রয়েছে শরীরে রক্তের উচ্চ মাত্রা, উচ্চ রক্তচাপ এবং স্থূলতা।
৫. কে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন?
উত্তর: স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন টমাস নিউকমেন। এই ইঞ্জিনটি ১৮ শতকের শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।
৬. কোন দেশে ছবি তোলা অপরাধ হিসেবে বিবেচিত হয়?
উত্তর: ছবি তোলা (Photography) তুর্কমেনিস্তানে অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই দেশটি কঠোর বিধিনিষেধের জন্য পরিচিত, যেখানে সরকারি ভবন এবং নেতাদের ছবি তোলা নিষিদ্ধ।
৭. সবজির রানী কাকে বলা হয়?
উত্তর: মরিচকে সবজির রানী বলা হয়। খাবারকে সুস্বাদু করতে মরিচ ব্যবহার করা হয় এবং এটি স্বাস্থ্যের জন্যও উপকারী।