বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণিঝড়ের প্রভাবে কেটেছে। আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথাও বৃষ্টিও হবে না (Rain)। পাশাপাশি তাপমাত্রা পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাহলে কি ডিসেম্বরের শুরু থেকেই জোরসে কামড় বসাবে শীত? কি বলছে আবহাওয়া দপ্তর? রইল সম্পূর্ণ পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। চলতি সপ্তাহেই দু-এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হওয়ায় সম্ভাবনা। গত দু’দিন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের ওপরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। এবারে পারদ পতনের পূর্বাভাস।
আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। তবে তিলোত্তমায় আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে তিন-চার দিনে কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নামতে পারে।
আপাতত সাত দিন গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রা নামলেও জাঁকিয়ে শীত পড়তে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। ১২ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। ডিসেম্বরের শুরু থেকেই কুয়াশার প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: এবার জলপথেই হবে বিপুল লক্ষ্মীলাভ! ফুলেফেঁপে উঠবে ভারতের অর্থনীতি, খুলে গেল নতুন রুট
উত্তরবঙ্গেও (North Bengal Weather) শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে সকালের দিকে কুয়াশা বেশি থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা থাকবে। তবে সতর্কবার্তা নেই কোথাও। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা পতনের সম্ভাবনা।