‘একটু নেশা-ভান, আর রাতভর বয়ফ্রেন্ড–গার্লফ্রেন্ড…’ রাত দখলকে ‘নোংরা’ আক্রমণ তৃণমূলের লাভলির

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সন্ধ্যায় অপরাজিতা বিলের সমর্থনে সোনারপুরের একাধিক জায়গায় ধর্ণা কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই ধর্ণা কর্মসূচির মঞ্চ থেকেই রাজ্যের বিরোধী দলগুলিকে আক্রমণ শনাতে গিয়ে এদিন কুরুচিকর মন্তব্য করে বসলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র (Lovely Maitra)।

রাত দখলকে ‘নোংরা’ আক্রমণ তৃণমূলের লাভলির (Lovely Maitra)

রাজ্যের বিরোধী শিবির অর্থ্যাৎ সিপিএম, বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে আরজিকরের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গে টেনে একের পর এক কুরুচিকর  মন্তব্য করেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র (Lovely Maitra)।

শুরুতেই তুই-তোকারি করে ঝাঁঝালো গলায় লাভলী (Lovely Maitra) বলেন, ‘কত বড় মূর্খ, ব্যানারটা যদি করিস ‘নাগরিক সমাজ’ একটু আলাদা কর, সেই লাল – কালো। সেই সিপিএমের আদল। সেই কমিউনিস্ট, মার্কসবাদী পার্টি। তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি।’

আরও পড়ুন: আবাস প্রকল্পে তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ! ফেরত চাইতেই খুন মুর্শিদাবাদে

এখানেই থিম থাকেননি তিনি। এরপরেও তিনি বলে চলেন, ‘সেই রাত দখলে কী হচ্ছে! গান বাজনা হচ্ছে। ছবি আঁকছে, গিটার বাজিয়ে গান গাইছে, নাটক করছে রাস্তায়, নাচ করছে, মানে নাচন, কোদন, গিটার, গান সব কিছু চলছে। তাদের লক্ষ্য কী, তিলোত্তমার না কি বিচার চাই! তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মা – বাবার কষ্ট – যন্ত্রণা, তাদের সন্তান হারানোর শোক, সেগুলো বাজারে বিক্রি করা, রাজনৈতিক মুনাফা তৈরি করা এবং তার সাথে নিজেদের একটু আনন্দ ফুর্তি করা। এই যে বয় ফ্রেন্ড ,গার্ল ফ্রেন্ড বলছে, ঠিকই তো সারারাত একসাথে থাকা যাবে, গান – বাজনা হবে, কিছু নেশা – ভান হবে, বিরিয়ানি খাওয়া হবে, ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে। তিলোত্তমা তো উল্লেখ্য মাত্র।’

Lovely Maitra

একজন তৃণমূল বিধায়কের মুখে এহেন কুরুচিকর মন্তব্য শুনে নিন্দা ঝড় বয়ে গিয়েছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত রাজনীতিতে আসার আগে লাভলী অভিনয় করেছেন একাধিক বাংলা সিরিয়ালে। তাই নিজেকে অভিনেত্রী বলেই দাবি করতেন তিনি। কিন্তু শিল্প মাধ্যম সম্পর্কে তার এই মন্তব্য সামনে আসতেই এখন প্রশ্ন উঠছে আদৌ তিনি কি কোনদিন অভিনেত্রী ছিলেন? আর ছিলেন না বলেই কি পেট চালাতে রাজনীতিতে নেমেছেন তিনি?

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর