কর্মসংস্থানে জোর দিতে বড় উদ্যোগ রাজ্যের! ধন্য ধন্য করছে সকলে

বাংলা হান্ট ডেস্কঃ কৃষি থেকে শিল্প, সবকিছুর বিকাশেই একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সেই সঙ্গেই নজরে রয়েছে কর্মসংস্থানের বিষয়টিও। এবার যেমন শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানে জোর দিতে নয়া উদ্যোগ নিতে চলেছে রাজ্য। ‘দুয়ারে সরকারের’ ধাঁচে শুরু হতে চলেছে ‘শিল্পের সমাধানে’।

  • নববর্ষের আগেই নয়া উদ্যোগ রাজ্যের (Government of West Bengal)!

পশ্চিমবঙ্গের নানান প্রান্তে অসংখ্য ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পে আগ্রহী রয়েছেন। এবার তাঁদের উৎসাহ দেওয়ার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। শিল্প দফতর সূত্রে জানা যাচ্ছে, ক্ষুদ্রশিল্পের প্রসারে এবার রাজ্যের নানান প্রান্তে পৌঁছে যাবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। আগামী ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর অবধি পশ্চিমবঙ্গের (West Bengal) প্রত্যেকটি ব্লক ও পুর এলাকায় বিশেষ শিবির হবে বলে খবর।

রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের উদ্যোগে এই শিবির আয়োজিত হতে চলেছে। এখানে মোট ১২ ধরণের পরিষেবা প্রদান করা হবে বলে আপাতত জানা যাচ্ছে। ইচ্ছুক ব্যক্তিরা ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) নানান প্রকল্প থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য এই শিবিরে আবেদন করতে পারবেন। পাশাপাশি এই সম্বন্ধিত প্রকল্পে যদি কোনও সমস্যা থাকে, তার সমাধানও এখানে মিলবে। এছাড়া কারিগরদের জন্য সহায়ক সরঞ্জামের আবেদন, বয়নশিল্পী এবং কারিগরদের মৃত্যুকালীন সুযোগ সুবিধার জন্য আবেদন সহ এখানে আরও একাধিক পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ নজর থাকবে গোটা বাংলায়! ছাব্বিশের ভোটের আগেই বড় উদ্যোগ রাজ্যের! তৈরি হচ্ছে ‘বিশেষ কক্ষ’

রিপোর্ট বলছে, সম্প্রতি এই শিবির নিয়ে একটি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে ক্ষুদ্রশিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে ও সংশ্লিষ্ট অন্যান্য দফতরের সচিবরা হাজির ছিলেন বলে খবর। জানা যাচ্ছে, সেই বৈঠকেই ‘শিল্পের সমাধানে’র (Shilper Samadhane) দিনক্ষণ ঠিক হয়েছে।

Nabanna Government of West Bengal

এদিকে রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে চলতি ডিসেম্বর মাস ছোট, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পোদ্যোগের মাস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মুখ্য উদ্দেশ্য হল, এই সকল শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানে জোর দেওয়া। সেই সঙ্গেই শহরের এবং গ্রামের হস্তশিল্প কারিগর এবং শিল্পোদ্যোগীদের সার্বিক উন্নয়নের জন্য নানান সরকারি প্রকল্পের তথ্য পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলিতে কী কী সুবিধা পাওয়া যায় সেই বিষয়ে অবগত করা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর