বাংলা হান্ট ডেস্কঃ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে উত্তাল বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এই আবহে এবার কেন্দ্রের কাছে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখার সময় এই নিয়ে কথা বলেন তিনি।
বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের কাছে কী প্রস্তাব মমতার (Mamata Banerjee)?
এদিন বিধানসভা অধিবেশনে বেশ কিছু বিষয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। কথার সূত্রে উঠে আসে বাংলাদেশ (Bangladesh) প্রসঙ্গও। ওপার বাংলার সঙ্গে এপার বাংলার সম্পর্কের ব্যাখ্যা দিতে একটি জাহাজ আটকে যাওয়ার ঘটনার তুলে ধরেন তিনি।
মমতা বলেন, ‘এখানে বাংলাদেশের একটা জাহাজ আটকে যায়। আমরা উদ্ধার করি, চিকিৎসা করি, ফিরিয়ে দিই। তবে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের ওখানে পরিজন, সম্পত্তি রয়েছে। এপারে থাকেন, ওপারে সন্তানের বিয়ে হয়েছে। তাঁদের অফিশিয়াল পাসপোর্ট আছে। অবৈধ অনুপ্রবেশ নিয়ে বলছি না। ওটা কেন্দ্রের বিষয়। এখানে কেন্দ্রীয় সরকার যা করে সেটা মেনে নিই।’।
আরও পড়ুনঃ কর্মসংস্থানে জোর দিতে বড় উদ্যোগ রাজ্যের! ধন্য ধন্য করছে সকলে
মমতা আরও বলেন, ’১০ দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে। তাদের দল বলছে, সীমান্ত আটকে দেব, খাবার পাঠাতে দেব না। কেন্দ্রীয় সরকার যদি একমাত্র বলে তাহলে আমরা এটা করতে পারি। যদি কোনও ধর্ম, জাতি, বর্ণ অত্যাচারিত হয়, তাহলে আমরা বলতেই পারি। তারা সুস্থ থাকুক। তবে আমাদের লোকেদের ওপর যাতে কোনও অত্যাচার না হয় সেটা চাইব’।
এরপরেই শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। মমতার (Mamata Banerjee) কথায়, ‘এভাবে জাতীয় পতাকার অপমান হতে পারে না। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছি। দরকার হলে শান্তির বার্তা নিয়ে কেন্দ্রীয় সরকার প্রতিনিধি পাঠাক। ধর্মীয় অধিকার পালন করার আছে। শান্তিরক্ষা বাহিনীর পাঠানোর জন্য কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক’।