সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের অশান্তি নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি প্রতিবেশী দেশ বাংলাদেশকে সাহায্য করার পরামর্শ দিয়েছেন ঠিকই। তবে এক্ষেত্রে কেন্দ্রের কোর্টে বল ঠেলেই বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ইস্যুতে মমতাকে (Mamata Banerjee) ‘খোঁচা’ শুভেন্দুর
সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মমতা (Mamata Banerjee)।বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারকে শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। তবে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা শাসক দলের কতটা সদিচ্ছা আছে এবার তা নিয়ে প্রশ্ন তুলেই পাল্টা ‘খোঁচা’ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার বিধানসভার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘আমি কেন্দ্রের সরকারের কাছে আবেদন করছি, যাতে তারা রাষ্ট্রপুঞ্জকে বলে, যে বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ওখানে একটা পিস কিপিং ফোর্স পাঠানো হোক।’তবে একইসাথে তিনি বলেন, ‘এটা কেন্দ্রের ব্যাপার। পররাষ্ট্রের ব্যাপার। তবে এও ঠিক যে, আমাদের অনেক বন্ধু আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছে। ধর্ম, বর্ণ, জাতি যেখানেই আক্রান্ত হোক আমরা নিন্দা করি। আমরা চাই শান্তি ফিরুক। তা নিশ্চিত করা হোক। এই সভা থেকে প্রস্তাব নেওয়া হোক যে আমাদের বন্ধুদের ওপর যেন অত্যাচার না হয়।’
তারপরেই এদিন কেন্দ্রের কাছে মমতার প্রস্তাব পাঠানোর বিষয়টিকে হাতিয়ার করেই আসরে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ‘খোঁচা’ দিয়েই তিনি বলেন, ‘যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছিল, যখন হাসিনা সরকার দমনপীড়ন চালাচ্ছিল তখন মমতা আহ্বান করেছিলেন যে ‘যাঁরা আক্রান্ত হবেন আসুন আমি শেল্টার দেব’। তখন ওঁর পররাষ্ট্রের কথা মনে পড়েনি?’
আরও পড়ুন: আলু-পেঁয়াজের আগুন দাম! এবার কড়া নিদান মমতার, স্বস্তি পাবে আমজনতা!
একইসাথে এদিন শুভেন্দু অধিকারীর দাবি, ‘এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, শুধু বাংলাদেশ কেন গোটা পৃথিবী জুড়ে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তখন হিন্দু সনাতনীরা রাস্তায় নেমেছেন। জনবিস্ফোরণ হচ্ছে। ওঁর দলের হিন্দুদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে, তখন তিনি প্রধানমন্ত্রীর দিকে দায়িত্ব ঠেলছেন। দায়িত্ব ওঁকেও নিতে হবে।’
অন্যদিকে মমতার মন্তব্য শুনে নিন্দায় সরব হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর দাবি শুধু হাততালি কুড়োনোর জন্য এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বাংলাদেশ ইস্যুতে মমতার মতামত নিয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যা যা বিষয় বাংলাদেশ নিয়ে বললেন তা পুরোটাই রাজনৈতিক। আমরা বলার চেষ্টা করলে বলতে দেওয়া হল না। এক তরফা বলে গেলেন। হাততালি কুড়োনোর জন্য যে প্রচেষ্টা তিনি নিয়েছেন, তা নিন্দনীয়।’