বালি চুরি রুখতে কড়া পদক্ষেপ সরকারের! মমতার ধমকের পরেই শুরু হচ্ছে নয়া নিয়ম

বাংলা হান্ট ডেস্কঃ রেশন থেকে গরু, নিয়োগ থেকে বালি, দুর্নীতি কাঁটায় একাধিকবার তৃণমূলকে বিঁধেছে বিরোধীরা। বালি চুরি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উষ্মা প্রকাশ করেছেন। এরপরেই কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার (Government of West Bengal)। বালি চুরি রুখতে এবার আসছে নয়া ‘সিস্টেম’!

  • কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার (Government of West Bengal)!

সম্প্রতি নবান্ন থেকে বালি চুরি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, কিছু কর্মী যারা সরকারকে ভালোবাসে না… পুলিশের কিছু লোক টাকা খেয়ে কয়লা চুরি, বালি চুরি, সিমেন্ট চুরি করছে। আর শুনতে হচ্ছে তৃণমূল চোর! তবে পুলিশ এবং সিআইএসএফ চুরি করছে বলে তোপ দাগেন তিনি।

মমতার ধমকের কয়েকদিন পরেই এবার জানা যাচ্ছে, বালি চুরি আটকাতে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার (Government of West Bengal)। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। এরপরেই ঠিক করা হয়, বালি তোলার বিষয়ে নির্দিষ্ট নিয়ম রাখতে হবে।

আরও পড়ুনঃ আলু-পেঁয়াজের আগুন দাম! এবার কড়া নিদান মমতার, স্বস্তি পাবে আমজনতা!

রিপোর্ট বলছে, অজয়, দামোদরের মতো বড় নদীর ক্ষেত্রে মাইনিং কমিশনের দ্বারা টেন্ডার ডাকা হবে। বালি (Sand) চুরি আটকানোর জন্যই এই টেন্ডার ডাকা হবে। যারা সেই টেন্ডার পাবেন, শুধুমাত্র তারাই নদী থেকে বালি তুলতে পারবেন। জানা যাচ্ছে, এই নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

Government of West Bengal initiative to stop sand scam

বড় নদীর পাশাপাশি ছোট নদী থেকে বালি তোলা নিয়েও আপাতত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সেখান থেকে কীভাবে বালি তোলা হবে, সেটা ঠিক করবে জেলা প্রশাসন। এদিকে নয়া ‘সিস্টেম’ আনা হলেও তা কতখানি কার্যকর হবে সেটা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে। স্থানীয় স্তরে কতজন এই নিয়মকে মান্যতা দেবেন তা নিয়ে একটা প্রশ্ন রয়েই যাচ্ছে।

কারণ বর্তমানেও বালির ঘাটে বিভিন্ন রকমের ব্যবস্থা থাকে। কিন্তু তার ফাঁক গলে দিনের পর দিন ধরে বেআইনি কারবারও চলে। এবার বালি চুরি আটকানোর জন্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, তা কতখানি কার্যকর হবে সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর