বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের IPL চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও, সেই চ্যাম্পিয়ন দলের তারকা খেলোয়াড়দের অনেকেই এই দল থেকে বাদ পড়েছেন। প্রথমে, মেন্টর গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার জন্য কলকাতা দল ছেড়েছিলেন এবং তারপর অধিনায়ক শ্রেয়াস আইয়ারও মেগা নিলামে এন্ট্রি নিয়েছিলেন।
ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR (Kolkata Knight Riders):
মেগা নিলামে আইয়ার ২৬ কোটিরও বেশি দাম পেয়ে পাঞ্জাব কিংসের সাথে যুক্ত হয়েছেন। এদিকে, নিলামের মঞ্চে প্রত্যেককে অবাক করে দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি টাকারও বেশি টাকায় কিনে নিয়েছিল KKR (Kolkata Knight Riders)। তারপর থেকেই অনুমান করা হয়েছিল যে, ২০২৫ সালের IPL-এ তিনিই হয়তো অধিনায়ক হতে পারেন। তবে এখন অধিনায়কের ভূমিকার ক্ষেত্রে সামনে আসছে অন্য নাম।
AJINKYA RAHANE EMERGE AS LEADING CONTENDER FOR KKR CAPTAIN
– A source said “Yes, at the moment it’s 90% confirmed that Ajinkya Rahane will be the new KKR Captain for IPL 2025”. (TOI). pic.twitter.com/oAdrHGERXL
— Tanuj Singh (@ImTanujSingh) December 2, 2024
জানিয়ে রাখি যে, নিলামের দ্বিতীয় দিনে অজিঙ্কা রাহানেকে কিনে নেয় KKR ((Kolkata Knight Riders)। তাঁর গত মরশুমের সামগ্রিক পারফরম্যান্স দেখে অনুমান করা হচ্ছিল যে তিনি হয়তো এবারে অবিক্রীত থেকে যাবেন। কিন্তু, KKR তাঁকে তাঁর ১.৫ কোটি টাকার বেস প্রাইসে কিনে নেয়। রাহানের IPL-এর পাশাপাশি টিম ইন্ডিয়া এবং ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। সম্ভবত এই কারণকে সামনে রেখেই KKR রাহানেকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল।
আরও পড়ুন: এবার গোটা বিশ্বকে চমকে দেবে যোগী সরকার! এই শহরে হবে সেমিকন্ডাক্টর হাব, তৈরি ৮,৫০০ কোটির প্ল্যান
রাহানে কি পরবর্তী অধিনায়ক হবেন: এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়া অজিঙ্কা রাহানেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচিত করেছে। এই বিষয়ে তথ্য উপস্থাপিত করে একটি সূত্র জানিয়েছে,“হ্যাঁ, এই মুহূর্তে এটি ৯০ শতাংশ নিশ্চিত যে অজিঙ্কা KKR (Kolkata Knight Riders)-এর নতুন অধিনায়ক হবেন। তাঁকে মূলত অধিনায়কত্বের বিকল্পের উদ্দেশ্যে কেনা হয়েছিল।”
জানিয়ে রাখি যে, অজিঙ্কা রাহানে ছাড়াও KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়কত্বের দৌড়ে ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংয়ের নামও রয়েছে। ভেঙ্কটেশ গত কয়েক মরশুম ধরে KKR দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পাশাপাশি, দলের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সাথেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে। অন্যদিকে, রিঙ্কু সিংয়ের কেরিয়ারও ভালোভাবে শুরু হয়েছে এবং তাঁকে T20 ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার হিসাবে গণ্য করা হয়। তিনিও অধিনায়ক হওয়ার দৌড়ে সামিল রয়েছেন। এমতাবস্থায়, কলকাতা এই খেলোয়াড়দের মধ্যে কাকে অধিনায়কত্বের জন্য বেছে নেয়, সেটাই এখন দেখার বিষয়।