ওলটপালট সব! উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ফের বদল! বিরাট সিদ্ধান্ত সংসদের

বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও শিক্ষার্থীর জীবনের প্রথম ‘বড়’ পরীক্ষা যদি মাধ্যমিক হয়, দ্বিতীয় ‘বড়’ পরীক্ষা অবশ্যই উচ্চমাধ্যমিক। এই মুহূর্তে আগামী বছরের পরীক্ষার্থীরা জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। এই আবহে সামনে আসছে নয়া খবর। জানা যাচ্ছে, ফের সিলেবাসে কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

  • উচ্চমাধ্যমিকের সিলেবাসে কী কী বদল আসছে (WBCHSE)?

ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক (Higher Secondary) স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। ২০২৪ সালে মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা সেমিস্টার সিস্টেমে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। নয়া নিয়ম অনুযায়ী, একাদশ শ্রেণিতে দু’টি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণিতে দু’টি সেমিস্টারে দিতে হবে শিক্ষার্থীদের। এর সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে কয়েক মাস আগেই সিলেবাসে বদল করা হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই সামনে আসছে নয়া খবর।

এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, নয়া পাঠ্যক্রমের জেরে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছিল। সেই চাপ কমাতেই সিলেবাসে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ইতিমধ্যেই পরিবর্তিত সিলেবাসের খসড়া জমা পড়ে গিয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ ‘বৃহত্তর ষড়যন্ত্র’! আরজি কর দুর্নীতি মামলায় নয়া মোড়! CBI যা বলল…

চিরঞ্জীব ভট্টাচার্য জানান, সংসদের তরফ থেকে নতুন সিলেবাস (HS Syllabus) পর্যালোচনা করে দেখা হয়েছিল। সেই সঙ্গেই নানান মহল থেকেও বিভিন্ন পরামর্শ এসেছিল। সবটা বিবেচনা করার পর উচ্চমাধ্যমিকের কয়েকটি বিষয়ের পাঠ্যক্রমে বদল আনা হচ্ছে। বাংলা, ইংরাজি, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়ের নাম সেই তালিকায় রয়েছে বলে খবর। তবে বিজ্ঞান বিভাগের কোনও সিলেবাস কাটছাঁট করা হচ্ছে না বলে জানিয়েছেন সংসদ সভাপতি।

Higher Secondary WBCHSE

এদিকে সংসদের (WBCHSE) এই সিলেবাস বদলের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। নতুন সিলেবাস শুরু হয়েছে কয়েক মাস হতে না হতেই কেন ফের কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? প্রশ্ন তুলেছে একাংশ। আরেকাংশের আবার দাবি, যে সিলেবাসে শিক্ষার্থীরা পড়াশোনা করছে তাতে অনেক খামতি রয়েছে। সেই কারণে তাতে বদল আনতেই হতো।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর