অভিষেকের পর I-PAC…? মমতা এবার যা বললেন … জোর শোরগোল রাজ্যে!

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের অন্দরে কি কোণঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়? গত সপ্তাহে কালীঘাটের কার্যালয়ে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর থেকেই মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন। অভিষেক ‘ঘনিষ্ঠ’দের সরিয়ে নিজের আস্থাভাজনদের কর্মসমিতি এবং শৃঙ্খলারক্ষা কমিটিতে স্থান দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার আইপ্যাক নিয়েও বড় মন্তব্য করলেন তিনি।

  • ‘প্যাক-ফ্যাক বুঝি না’! বিস্ফোরক মমতা (Mamata Banerjee)

উনিশের লোকসভা ভোটে বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল (Trinamool Congress)। গেরুয়া ঝড়ে খানিক বেসামাল দেখিয়েছিল তাদের। এরপরেই আইপ্যাকের সঙ্গে চুক্তি করে রাজ্যের শাসকদল। ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূল (TMC) সেনাপতি অভিষেকের ‘জুটি’ নিয়েও বিস্তর চর্চা শুরু হয়। এবার তাৎপর্যপূর্ণভাবে সেই আইপ্যাক নিয়ে বড় মন্তব্য করলেন তৃণমূল নেত্রী।

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে এই নিয়ে মুখ খোলেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, ‘প্যাক-ফ্যাক বুঝি না। এসব করে আমার কাছে প্রচুর ভুল তথ্য এসেছে। এবার থেকে আমার কাছে যে তথ্য আসবে, সেটা দিয়েই দল চলবে’।

আরও পড়ুনঃ ওলটপালট সব! উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ফের বদল! বিরাট সিদ্ধান্ত সংসদের

এদিকে একুশের বিধানসভা নির্বাচনে বাংলা জুড়ে ‘সবুজ ঝড়’ ওঠার নেপথ্যে আইপ্যাকের (I-PAC) ভূমিকা অস্বীকার করা যায় না। লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের জোরে ভোটবাক্সে বাজিমাত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ধীরে ধীরে অভিষেকের নেতৃত্বের ওপরেও দলের একাংশের আস্থা জন্মাতে শুরু করে। তাঁকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে কার্যত রাজনৈতিক উত্তরসূরি করে দেওয়ার বার্তা দেন মমতাও।

Mamata Banerjee

এরপর গত কয়েক বছরে তৃণমূলের অন্দরে ‘সমীকরণ’ পাল্টেছে। তাৎপর্যপূর্ণভাবে অভিষেক (Abhishek Banerjee) অনুগামীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গেই বহুবার শিরোনামে উঠে এসেছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব। এর ফলে দলের সংগঠন দ্বিধাবিভক্ত হয়ে পড়ছিল বলে মত জোড়াফুল শিবিরের একাংশের। ফলে আবারও নিজের হাতে রাশ ফিরিয়ে আখেরে দলেরই লাভ করছেন মমতা, মনে করছেন অনেকে।

রাজনৈতিক মহলের একাংশের আবার দাবি, আইপ্যাকের প্রচুর কর্মী তৃণমূলের কর্মী হিসেবে বহু প্রকল্পে নিয়োগ করেছেন মমতা (Mamata Banerjee)। সেই সঙ্গেই ‘খয়রাতি’ প্রকল্প দিয়ে ভোটবাক্স ভরাটাও বিগত কয়েক বছরে আয়ত্ত করে ফেলেছেন। তাই আলাদা করে সংশ্লিষ্ট সংস্থাকে আর দরকার নেই তৃণমূল সুপ্রিমোর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর