বছরের শেষে বাজিমাত আম্বানির! Reliance Industries পেল ক্রিসমাস গিফট, জানলে উঠবেন চমকে

নয়াদিল্লি: ইতিমধ্যেই সরকারের তরফে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) থেকে শুরু করে, অপরিশোধিত তথা ক্রুড প্রোডাক্টস ও পেট্রোল এবং ডিজেল প্রোডাক্টসের ওপর উইন্ডফল ট্যাক্স বাতিল করা হয়েছে। কয়েক মাস ধরে আলোচনার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, ONGC সমেত ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) লাভবান হবে বলে অনুমান করা হচ্ছে।

লাভবান হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries):

এর কারণ হল, সরকারের এই পদক্ষেপ তাদের গ্রস রিফাইনিং মার্জিন বাড়িয়ে দিতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উইন্ডফল ট্যাক্স হল দেশের অভ্যন্তরীণ অপরিশোধিত তেল উৎপাদনের উপর একটি বিশেষ ধরণের কর। এটি বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পরে ২০২২ সালের জুলাই মাসে প্রয়োগ করা হয়েছিল।

Reliance Industries will benefit greatly this time.

এই ট্যাক্স লাগু করার মূল লক্ষ্য ছিল উৎপাদকরা যাতে বিপুল মুনাফা থেকে রেভিনিউ পেতে পারে এই বিষয়টি নিশ্চিত করা। সরকারের এই সিদ্ধান্তের পরে, সোমবার দুপুর আড়াইটা নাগাদ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ার BSE-তে ১.১৩ শতাংশ বৃদ্ধির সাথে ১,৩০৭.০৫ টাকায় ট্রেড হয়েছিল।

আরও পড়ুন: ভারত-রাশিয়া সম্পর্কের নতুন সূচনা! পুতিনকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী মোদী, হবে ঐতিহাসিক আলোচনা

উল্লেখ্য যে, কয়েক মাসের আলোচনার পর সরকার উইন্ডফল ট্যাক্স বাতিল করেছে। এছাড়াও, সরকার পেট্রোল এবং ডিজেল রফতানির ওপর সড়ক ও পরিকাঠামো সেস প্রত্যাহার করেছে। সংসদে এই সংক্রান্ত সূচনা পেশ করা হয়েছে। গত সেপ্টেম্বরে, সরকার অপরিশোধিত তেলের ওপর প্রতি টনে ১,৮৫০ টাকার উইন্ডফল ট্যাক্স বাতিল করার ঘোষণা করেছিল। এদিকে, ডিজেল ও অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল রফতানির ক্ষেত্রেও উইন্ডফল ট্যাক্স বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: সমস্ত জল্পনার অবসান! দেড় কোটির রাহানের ওপরেই রইল ভরসা, ক্যাপ্টেন ঠিক করে ফেলল নাইট শিবির

উইন্ডফল ট্যাক্স কেন আরোপ করা হয়: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূচনা এবং রাশিয়ার ওপর পশ্চিমী নিষেধাজ্ঞার সময়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে তেল কোম্পানিগুলির প্রচুর লাভ হয়েছিল। এমতাবস্থায়, অনেক দেশের মতো ভারতও এই লাভের ওপর উইন্ডফল ট্যাক্স আরোপ করেছে। যার উদ্দেশ্য ছিল অভ্যন্তরীণ অপরিশোধিত তেল উৎপাদনকারী এবংরফতানিকারীদের ওপর উইন্ডফল ট্যাক্স আরোপ করে সরকারের জন্য অতিরিক্ত রাজস্ব তৈরি করা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর