পবন সিং এর সঙ্গে নাচ থেকে অবাঙালি পরিবারে বিয়ে, বিতর্ক পিছুই ছাড়ছে না দর্শনার

বাংলাহান্ট ডেস্ক : ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নাচতে গিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন বাঙালি অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। একে তো নিজে বাঙালি হয়ে বাঙালি নারীদের নিয়ে কটাক্ষ করা ভোজপুরি অভিনেতা পবন সিং এর সঙ্গে অভিনয়ের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। তার উপর আবার নতুন কাজ নিয়েও কটাক্ষ সইতে হচ্ছে অভিনেত্রীকে। আগামীতে ‘উড়ন ছু’ নামের একটি ছবিতেও দেখা যাবে তাঁকে। সেখানে অবাঙালি চরিত্রের স্ত্রীর অভিনয় করতে দেখা যাবে দর্শনাকে (Darshana Banik)। আর তা উল্লেখ করেই এবার তীব্র ক্ষোভ উগরে দিলেন বাংলাপক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায়।

দর্শনার (Darshana Banik) বিরুদ্ধে সরব বাংলা পক্ষ

উড়ন ছু ছবির একটি ভিডিও শেয়ার করে গর্গ লিখেছেন, ‘ভোজপুরি পর্ন স্টার পবন সিং এর বাঙালি পার্টনার সাজার পর দর্শনা বণিক এবার মারোয়াড়ি ছেলের বাঙালি বউ সাজছে। আপনারা কি একটা প্যাটার্ন লক্ষ্য করছেন?’ আসলে ভিডিওতে দর্শনা (Darshana Banik) নিজের চরিত্রটি নিয়ে বলেন, ছবিতে তাঁর চরিত্রটি বাঙালি এবং মারোয়াড়ির ‘জগাখিচুড়ি’।

Sharmila tagore was diagnosed with cancer

নেটপাড়ায় শুরু সমালোচনা: চরিত্রটি সম্পর্কে দর্শনা (Darshana Banik) বলেন, বাঙালি মেয়ে অথচ বিয়ে হয়েছে মারোয়াড়ি পরিবারে। এখন কীভাবে মানিয়ে নেবে সেটাই বুঝতে পারছে না। এই ভিডিওটি শেয়ার করে একজন টুইটে কটাক্ষ শানিয়েছেন, “বাঙালি মেয়ে মাড়োয়ারি বাড়িতে বিয়ে হয়েছে”, “বাঙালি বউ, অবাঙালি বর”… এর উল্টো “মাড়োয়ারি মেয়ের বাঙালি বাড়িতে বিয়ে”, “মাড়োয়ারি বউ, বাঙালি বর” কেনো হয় না? আর এই মানসী সিনহা বাংলা সিরিয়াল থেকে নিজের পরিচিতি পেয়ে প্রোডাকশন হাউস খুলেছে, যার নাম রেখেছে হিন্দিতে ধাগা!’

আরো পড়ুন : ভোজপুরি নায়ক পবন সিং এর কোলে বসে দর্শনা! ‘বাঙালি জাতির লজ্জা’, ধিক্কার নেটিজেনদের

কে কে থাকছেন ছবিতে: ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী, মানসী সিনহা, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রীদের। এ বিষয়ে অনেকে কটাক্ষ করেছেন দর্শনাকে। আবার কয়েকজন পালটা বাংলা পক্ষকেই একহাত নিয়েছেন। তাঁরা শুধু বিনোদন দেখছে বলে কটাক্ষ করেছেন কয়েকজন।

আরো পড়ুন : ভারতে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলা ক্ষুব্ধ জনতার! বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ নয়াদিল্লির

প্রসঙ্গত, ইতিমধ্যেই ভোজপুরি স্টার পবন সিং এর সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করার কথা ঘোষণা করেছেন দর্শনা (Darshana Banik)। নেটিজেনদের কটাক্ষের উত্তরে তাদের নিজের চরকায় তেল দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী। এ নিয়ে ফের বিতর্ক হলেও আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি দর্শনা কে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর