সারা মুখে সবুজ রঙ, ন্যাড়া মাথা! ‘গঞ্জি চুড়েল’ রূপে অভিনেত্রীকে চিনতে পারলেন?

বাংলাহান্ট ডেস্ক : যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তারা ‘গঞ্জি চুড়েল’ (Ganji Chudail) এর নাম শুনেছেন নিশ্চয়ই? মাথা থেকে পা পর্যন্ত সবুজ রঙা, ন্যাড়া মাথা এক ডাইনিই সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করে চলেছে দীর্ঘদিন ধরে। তার ভক্তের সংখ্যা কম নয়। ইতিমধ্যেই বেশ কিছু ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়া ইউফ্লুয়েন্সাররা ‘কোল্যাবোরেশন’ করেছে এই গঞ্জি চুড়েল (Ganji Chudail) এর সঙ্গে। তবে এবার অভিনেত্রী নীনা গুপ্তা যা কাণ্ড ঘটালেন, নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে তা।

মেকআপ করে গঞ্জি চুড়েল (Ganji Chudail) হলেন নীনা

যারা জানেন না, তাদের উদ্দেশে বলে দিই, গঞ্জি চুড়েল (Ganji Chudail) আসলে একটি জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই চোখে পড়বে এই গঞ্জি চুড়েলকে নিয়ে বহু মিম, ভিডিও। এবার ট্রেন্ডে গা ভাসালেন নীনা। বেশ মজার গল্পের মতো করেই বানানো হয়েছে ভিডিও।

This actress turns into viral ganji chudail

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মজার ভিডিও: ভিডিওর শুরুতেই দেখা যায়, তিন জন মেকআপ ইনফ্লুয়েন্সারকে কিডন্যাপ করে নিয়েছেন গঞ্জি চুড়েল (Ganji Chudail) রূপী নীনা গুপ্তা। তাঁদের নিজের ডেরায় বন্দি করে রেখে তাঁদের দিয়ে নিজের মেকআপ করান তিনি। এরপরে ভিডিওতে দেখা যায় কীভাবে হেয়ার স্পা করিয়ে সাজগোজ করিয়ে তৈরি করা হয় নীনাকে। শেষে একটি ঝকমকে পোশাক পরে প্রকাশ্যে আসেন ‘জেন জি চুড়েল’।

আরো পড়ুন : ফের বাড়বে শক্তি! ভারতের নৌসেনায় জুড়বে আরও ২৬টি রাফাল, এই দেশের সাথে চূড়ান্ত হতে চলেছে চুক্তি

কী বলছেন নেটিজেনরা: মজার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও নীনা গুপ্তাকে গঞ্জি চুড়েল (Ganji Chudail) রূপে দেখে আপ্লুত। অনেকে মন্তব্য করেছেন, এটা নীনার পক্ষেই করা সম্ভব। এই বয়সে এসেও তাঁর উদ্যম, নতুন প্রজন্মের সঙ্গে মিশতে পারার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়।

আরো পড়ুন : বাংলাদেশে আর শোনা যাবে না ‘জয় বাংলা’ স্লোগান! হাসিনাকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লাগল ইউনূস সরকার

প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেত্রীদের মধ্যে একজন নীনা। প্রথম থেকেই সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে আসছেন তিনি। ওই সময়ে দাঁড়িয়ে অবিবাহিত অবস্থায় কন্যা মাসাবা গুপ্তার জন্ম দিয়েছিলেন তিনি। মেয়েকে বড়ও করেছেন একা। পরে অবশ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন নীনা।

 

 

View this post on Instagram

 

A post shared by YouTube India (@youtubeindia)

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর